আড়াই হাজার কোটিরও বেশি! রাজ্যকে দ্বিতীয় দফায় আমফানের ক্ষতিপূরণ পাঠাল কেন্দ্র

আমপানের পর পরই দুর্গত এলাকা পরিদর্শনের পর প্রধানমন্ত্রী ঘোষণা করে দেন, ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ।

Updated By: Nov 13, 2020, 04:53 PM IST
আড়াই হাজার কোটিরও বেশি! রাজ্যকে দ্বিতীয় দফায় আমফানের ক্ষতিপূরণ পাঠাল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: আমপানের ক্ষতিপূরণ হিসেবে রাজ্যকে দ্বিতীয় পর্বে আর্থিক প্যাকেজ দিল কেন্দ্র। দেওয়া হয়েছে ২০০০ কোটি টাকারও বেশি। এ ছাড়াও আরও পাঁচটি রাজ্যকে আর্থিক প্যাকেজ দেওয়া হয়েছে।

করোনা আবহের মধ্যেই ঘূর্ণিঝড়। আমপানের পর মুখ্যমন্ত্রী দাবি করেন, ঘূর্ণিঝড়ের জন্য ক্ষতি হয়েছে প্রায় এক লক্ষ কোটি টাকার। পরে বৈঠক করে রাজ্য দাবি করে, আমপানে ক্ষতির পরিমাণ প্রায় ৩৬ হাজার কোটি টাকা। 

আরও পড়ুন: 'সুপ্রিম' নির্দেশের পরেও বেপরোয়া, সল্টলেক-নিউটাউনে আতসবাজিসহ গ্রেফতার ৩

আমপানের পর পরই দুর্গত এলাকা পরিদর্শনের পর প্রধানমন্ত্রী ঘোষণা করে দেন, ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ। কিন্তু তারপরেও রাজ্য বারবার ক্ষতিপূরণের দাবি জানিয়ে এসেছে। সেই দাবি মেনেই এবার আমপানের জন্য দ্বিতীয় প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র।

দ্বিতীয় পর্যায়ে বাংলার জন্য ২, ৭০৭.৭৭ কোটি টাকা ঘোষণা করেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে থাকা উচ্চপর্যায়ের কমিটি জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে এই অর্থ মঞ্জুর করেছে। 

.