রায় বরেলিতে বয়লার বিস্ফোরণে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের
![রায় বরেলিতে বয়লার বিস্ফোরণে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের রায় বরেলিতে বয়লার বিস্ফোরণে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/11/02/97662-635448-ntpc.jpg)
নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের রায় বরেলির এনটিপিসির তাপবিদ্যুত্ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ২৬। জখন হয়েছেন বহু। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিত্সকরা।
আরও পড়ুন: বাংলা বদলে গিয়েছে, বিনিয়োগ করুন, শিল্পপতিদের বার্তা মমতার
বুধবার রাতে উনচাহারে ন্যাশনাল থার্মল পাওয়ার কর্পোরেশনের (এনটিপিসি) তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ হয়। দুপুর সাড়ে তিনটে নাগাদ তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ নম্বর ইউনিটে আচমকা বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯জনের। ঘটনাস্থলে যান এনটিপিসি-র উচ্চপদস্থ আধিকারিকরা। জেলা প্রশাসনের সহায়তায় শুরু হয় উদ্ধারকাজ।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। শোকপ্রকাশ করে মৃতদের পরিবারপিছু দু’লক্ষ টাকা, গুরুতর আহতদের ৫০,০০০ টাকা এবং সামান্য আহতদের ২৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আরও পড়ুন: জেপির সাংসদ হেমা মালিনির দিকে তেড়ে এল ষাঁড়, দেখুন ভিডিও