গুজরাটে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত ১৮ জন করোনা রোগী
স্ট্রেচারে, বেডে পড়ে রয়েছে অবশিষ্টাংশ
নিজস্ব প্রতিবেদন: হাসপাতালে গিয়েও রক্ষে হল না। ফের কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড (Covid Hospital Fire)। গভীর রাতে আইসিইউতেই আগুনে পুড়ে মারা গেলেন ১৮ জন করোনা রোগী। স্ট্রেচারে, বেডে পড়ে রয়েছে অবশিষ্টাংশ। মর্মান্তিক এই ঘটনা গুজরাটের (Gujarat) ভারুচের প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালের। এক আধিকারিক জানান, রাত ১ টা নাগাদ চারতলা ঐ হাসপাতাল বহুতলের কোভিড ওয়ার্ডে আগুন লাগে। পঞ্চাশ জন অন্য রোগীদের উদ্ধার করেন স্থানীয়রা ও দমকলকর্মীরা। আগুনে পুড়ে ও ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। বাকি ৬ জনের মৃত্যুর কারণ নিয়ে এখনও অনিশ্চিত পুলিস।
আরও পড়ুন: FACT CHECK: ৩ মে থেকে কি Lockdown ঘোষণা করতে চলেছেন Modi? আসল খবর কী?
আহমেদাবাদ থেকে ১৯০ কিমি দূরে ভারুচ-জাম্বুসার হাইওয়ের উপর অবস্থিত ঐ কোভিড হাসপাতাল। তবে কী কারণে আগুন লাগার ঘটনা তা এখনও জানার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। স্থানীয় এক আধিকারিক জানিয়েছেন, ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। অসুস্থ ৫০ জন রোগীদের উদ্ধার করে অন্য হাসপাতালে সরানো হয়েছে। মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ইতিমধ্যেই ৪ লক্ষ টাকতা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। গোটা ঘটনা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে দুই আইএএস অফিসারের উপর।