নতুন বছরের প্রথম মাসে (January) ১৬ দিন বন্ধ থাকবে Bank, জেনে নিন তারিখ

১৬ দিন ছুটি। তার মধ্যে পাঁচটি রবিবার। 

Updated By: Dec 29, 2020, 04:44 PM IST
নতুন বছরের প্রথম মাসে (January) ১৬ দিন বন্ধ থাকবে Bank, জেনে নিন তারিখ

নিজস্ব প্রতিবেদন- ব্যাঙ্কিং-এর বিভিন্ন সুবিধা এখন গ্রাহকরা পান অনলাইনে। তবুও চেক ক্লিয়ারেন্স, লোন-সহ একাধিক প্রয়োজনে সশরীরে ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন হয় গ্রাহকদের। নতুন বছরের প্রথম মাসে কিন্তু ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে ব্যাঙ্কে যাওয়ার যেদিন প্রয়োজন, সেদিন ছুটি কি না আগে থেকে দেখা নেওয়াটা প্রয়োজন। ১৬ দিন ছুটি। তার মধ্যে পাঁচটি রবিবার। মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি রয়েছে। আসুন দেখে নেওয়া যাক, নতুন বছরের প্রথম মাসের কোন কোন তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকবে-

আরও পড়ুন-  আসছে নতুন নিয়ম, এপ্রিল থেকেই কমবে Salary, EMI দেবেন কী করে, এখন থেকেই ভেবে রাখুন

১লা জানুয়ারি- নতুন বছরের প্রথম দিনে মেঘালয়, মণিপুর, সিকিম, তামিলনাড়ু ও মিজোরামে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২ জানুয়ারি- নববর্ষ উদযাপনের উত্সবের জন্য মিজোরামে ব্য়াঙ্ক বন্ধ।

৩ জানুয়ারি- রবিবার।

৯ জানুয়ারি- দ্বিতীয় শনিবার। ব্যাঙ্ক বন্ধ।

১০ জানুয়ারি- রবিবার।

১২ জানুয়ারি- স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ব্য়াঙ্ক বন্ধ থাকবে।

১৪ জানুয়ারি- মকর সংক্রান্তি উপলক্ষে গুজরাত, তামিলনাড়ু, সিকিম ও তেলঙ্গানায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৫ জানুয়ারি- মাঘ বিহু উপলক্ষে অসম ও তামিলনাড়ুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৬ জানুয়ারি- উছাবর থিরুনল উপলক্ষে তামিলনাড়ুতে ব্যাঙ্ক বন্ধ।

১৭ জানুয়ারি- রবিবার।

২০ জানুয়ারি- গুরু গোবিন্দ সিংয়ের জন্মজয়ন্তী। পাঞ্জাবে ব্যাঙ্ক বন্ধ।

২৩ জানুয়ারি- চতুর্থ শনিবার।

২৪ জানুয়ারি- রবিবার।

২৫ জানুয়ারি- Imoinu Iratpa- র জন্য মণিপুরে ব্যাঙ্ক বন্ধ।

২৬ জানুয়ারি- প্রজাতন্ত্র দিবস। 

৩১ জানুয়ারি- রবিবার। 

.