ক্ষমা চাইবেন না মাসুদ, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের
বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী সম্পর্কে উস্কানিমূলক মন্তব্যের জন্য তিনি ক্ষমা চাইবেন না। গ্রেফতারির পর স্পষ্ট জানিয়ে দিলেন সাহারানপুরের কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদ। গত পরশু এক নির্বাচনী জনসভায় মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেন মাসুদ। সোস্যাল নেটওয়ার্কি সাইটে আপলোড হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মোদীকে কুচি কুচি করে কেটে ফেলার কথা বলছেন ইমরান।
বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী সম্পর্কে উস্কানিমূলক মন্তব্যের জন্য তিনি ক্ষমা চাইবেন না। গ্রেফতারির পর স্পষ্ট জানিয়ে দিলেন সাহারানপুরের কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদ। গত পরশু এক নির্বাচনী জনসভায় মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেন মাসুদ। সোস্যাল নেটওয়ার্কি সাইটে আপলোড হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মোদীকে কুচি কুচি করে কেটে ফেলার কথা বলছেন ইমরান।
ভিডিও প্রকাশ হওয়ার পরই দেশজুড়ে শুরু হয়ে যায় সমালোচনা। সাহারানপুরের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। আজ ভোররাতে সাহারণপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় ইমারন মাসুদকে। মাসুদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। উস্কানিমূলক মন্তব্যের জন্য তিনি ক্ষমা চাইবেন না বলে সংবাদমাধ্যমে জানিয়ে দেন মাসুদ। গোটা ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে বিজেপি। অন্যদিকে, মাসুদকে ঘিরে বিতর্কের জেরে সাহারানপুরে নির্বাচনী জনসভা বাতিল করেছেন রাহুল গান্ধী।
উত্তরপ্রদেশের সাহারানপুরের একটি নির্বাচনী জনসভায় মাসুদ বলেন ``যদি মোদী উত্তরপ্রদেশকে গুজরাতে পরিণত করার চেষ্টা করেন তাহলে আমরা ওনাকে টুকরো টুকরো করে কেটে ফেলব। আমি যেমন মরতেও ভোয় পাই না তেমনই প্রয়োজনে কাউকে মারতেও পিছিয়ে আসব না। মোদীর বিরুদ্ধে আমার লড়াই। উনি ভাবছেন উত্তর প্রদেশও গুজরাত হবে। গুজরাতে মাত্র ৪% মুসলিম রয়েছেন। উত্তর প্রদেশের ৪২% মানুষই মুসলিম।``