কাশ্মীরে আজ শোক

নিহত সেনা জওয়ানদের নিথর দেহ এখন কফিন বন্দি। ১৩ জন নিহতকে শেষ শ্রদ্ধা জানাতে শনিবার শ্রীনগরে যাচ্ছেন সেনা প্রধান দলবীর সিং। জম্মু কাশ্মীরে তৃতীয় দফার নির্বাচনের আগে গতকাল হামলা চালায় জঙ্গিরা।

Updated By: Dec 6, 2014, 10:28 AM IST
কাশ্মীরে আজ শোক

শ্রীনগর: নিহত সেনা জওয়ানদের নিথর দেহ এখন কফিন বন্দি। ১৩ জন নিহতকে শেষ শ্রদ্ধা জানাতে শনিবার শ্রীনগরে যাচ্ছেন সেনা প্রধান দলবীর সিং। জম্মু কাশ্মীরে তৃতীয় দফার নির্বাচনের আগে গতকাল হামলা চালায় জঙ্গিরা।

কাশ্মীরের চার যায়গার জঙ্গি হানায় ১১ জন জওয়ান, ২ জন সাধারণ নাগরিক ও ৮ জঙ্গি প্রাণ হারিয়েছেন। পাঁচ দফার বিধানসভা নির্বাচন চলছে কাশ্মীরে। তার মধ্যেই এই হামলা। গত ৬ বছরে পাহাড়ে সেনার ওপর এটাই সবচেয়ে বড় হামলা।

উড়িতে হামলার পরিপেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে মোদী জানান, ""আলোচনার আশাকে নষ্ট করতেই হামলা চালানো হয়েছে।'' চলতি নির্বাচনে যেভাবে বিপুল পরিমাণে ভোট পড়ছে তা থেকে ভয়। আর সেই ভয়  থেকেই হামলা চালাচ্ছে জঙ্গিরা এমনটাই মনে করছেন মোদী।  

 

.