ইয়েমেনে 'মৃত' ২০ ভারতীয় মধ্যে ১৩ জন জীবিত, নিখোঁজ ৭, জানাল বিদেশমন্ত্রক
ইয়েমেনে ২০ জন ভারতীয়র মৃত্যুর সংবাদর উড়িয়ে দিল বিদেশ মন্ত্রক। বুধবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানালেন, যেই ২০ জন ভারতীয় মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল তাদের মধ্যে ১৩ জন জীবিত রয়েছেন। বাকি ৭ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না এখনও।
ওয়েব ডেস্ক: ইয়েমেনে ২০ জন ভারতীয়র মৃত্যুর সংবাদর উড়িয়ে দিল বিদেশ মন্ত্রক। বুধবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানালেন, যেই ২০ জন ভারতীয় মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল তাদের মধ্যে ১৩ জন জীবিত রয়েছেন। বাকি ৭ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না এখনও।
স্বরূপ বলেন, ইয়েমেনে ভারতীয়দের মৃত্যুর আমরা সংবাদ মাধ্যমে খবর দেখেছি। ভারতীয় দূতাবাসের অধিকারিকদের সঙ্গে ইয়েমেনের স্থানীয় লোকেদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সোমালিয়া ও ইয়েমেনের মাঝে দুটি নৌকা চিহ্নিত করা গিয়েছে। ৮ সেপ্টেম্বর সন্ধেবেলা হঠাত্ই গুলিবর্ষণ শুরু হয়। দুটি নৌকায় মোট ২০ জন ভারতীয় ছিলেন। তার মধ্যে ১৩ জন জীবীত রয়েছেন, ৭ জনের খোঁজা পাওয়া যাচ্ছে না। জীবিতদের এখনও সনাক্ত করা যায়নি। দূতাবাসের আধিকারিকরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।
সৌদি আরবের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী ইয়েমের জ্বালানি চোরাকারবারিদের উদ্দেশে গুলি চালায়।