কর্ণাটক ভোটের আগে উদ্ধার ১০ হাজার এপিক কার্ড, পারস্পরিক দোষারোপে কং-বিজেপি

কর্ণাটকের  ২২৩টি বিধানসভা আসনের অন্যতম বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগর। মঙ্গলবার মধ্যরাতে ৪.৭১ লক্ষ ভোটার বিশিষ্ট এই বিধানসভাকেন্দ্রের একটি বাড়ি থেকে প্রায় ১০ হাজার ভোটার কার্ড উদ্ধার হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপি সাংবাদিক সম্মেলন করে গোটা ঘটনার দায় চাপিয়েছে কংগ্রেসের উপর।

Updated By: May 9, 2018, 11:39 AM IST
কর্ণাটক ভোটের আগে উদ্ধার ১০ হাজার এপিক কার্ড, পারস্পরিক দোষারোপে কং-বিজেপি

নিজস্ব প্রতিবেদন: বেঙ্গালুরুর বহুতল থেকে ৯,৭৪৬টি ভোটার আইডি কার্ড উদ্ধারের ঘটনায় বুধবার ভোরে এফআইআর দায়ের করল নির্বাচন কমিশন। ভোটমুখী কর্ণাটকে মধ্যরাতের এই ঘটনাকে কেন্দ্র করে চরমে উঠেছে কংগ্রেস-বিজেপির বিবাদ। ওই কেন্দ্রে আপাতত নির্বাচন স্থিগিত রাখার দাবি জানিয়েছে বিজেপি। তবে বিশেষ সূত্রে খবর, নির্বাচন হবে। কিন্তু, ঠিক কী হয়েছে সেখানে?

কর্ণাটকের  ২২৩টি বিধানসভা আসনের অন্যতম বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগর। মঙ্গলবার মধ্যরাতে ৪.৭১ লক্ষ ভোটার বিশিষ্ট এই বিধানসভাকেন্দ্রের একটি বাড়ি থেকে প্রায় ১০ হাজার ভোটার কার্ড উদ্ধার হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপি সাংবাদিক সম্মেলন করে গোটা ঘটনার দায় চাপিয়েছে কংগ্রেসের উপর। পদ্ম শিবিরের দাবি, যে বাড়ি থেকে ওই বিপুল পরিমাণ ভোটার কার্ড মিলেছে, তা আসলে এক কংগ্রেস নেতার। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রকাশ জাভেড়করের দাবি, কর্ণাটক ভোটে পরাজয় সুনিশ্চিত জেনেই ষড়যন্ত্রের ছক কষছে কংগ্রেস।  আরও পড়ুন- দু'বছর পর নির্বাচনী প্রচারে সোনিয়া, বেনজির আক্রমণ মোদীকে

অন্যদিকে, বিজেপির তোলা যাবতীয় অভিযোগকে 'নাটক' বলে খারিজ করে দিয়েছে কংগ্রেস। যে বাড়ি থেকে ওই ভোটার আইডি কার্ডগুলি উদ্ধার হয়েছে, সেটি বিজেপি নেত্রী মঞ্জুলা নানজামারির ছেলের বলে দাবি করে পদ্ম শিবিরের প্রতি তোপ দেগেছে কর্ণাটক কংগ্রেস। ২০১৫ সালে স্থানীয় স্তরে বিবিএমপি নির্বাচনে মঞ্জুলাদেবীর ছেলে রাকেশ বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলেও জানানো হয় রাহুল গান্ধীর দলের পক্ষ থেকে। তবে, রাকেশ যে নানজামারির পুত্র নয়, নির্বাচন কমিশনের একটি নথি টুইট করে সে কথা  প্রমাণ করার চেষ্টা করেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া। কিন্তু, এরপরও থেমে থাকেনি কংগ্রেস। রণদীপসিং সূরযেওয়ালার অভিযোগ, ওই বাড়িতে নির্বাচন কমিশন হানা দেয়নি, বরং বিজেপি কর্মীরাই পূর্বপরিকল্পনা মাফিক ঘটনাটি ঘটিয়েছে। আরও পড়ুন- গ্রামের রাস্তাঘাট উন্নয়নে কৃতিত্ব মোদীর, মুখ ফসকে নরেন্দ্র-বিভ্রাট সিদ্দারামাইয়ার

.