জীবনের এমন দশ শিক্ষা, আমরা এ পি জে আব্দুল কালামের কাছ থেকে শিখেছি

 

Updated By: Jul 28, 2015, 03:53 PM IST
জীবনের এমন দশ শিক্ষা, আমরা এ পি জে আব্দুল কালামের কাছ থেকে শিখেছি

ওয়েব ডেস্ক: 
স্বপ্নের প্রতি
"নিজের স্বপ্ন সত্যি হওয়ার আগেই স্বপ্ন দেখুন।"  

শিক্ষকের প্রতি
"আমি মনে করি একটি দেশকে দুর্নীতিমুক্ত ও সুন্দর মনের তৈরি করতে সমাজে তিনজন মানুষের প্রয়োজন যারা পরিববর্তন আনতে পারেন। এই তিন জন হলেন বাবা, মা ও শিক্ষক।"  

তরুণদের প্রতি
"তরুণদের প্রতি আমার বার্তা। ভিন্ন ভাবে ভাবার সাহস রাখো, নতুন আবিষ্কারের সাহস রাখো, নতুন পথ আবিষ্কারের সাহস সঞ্চয় করো, অসম্ভবকে সম্ভব করার সাহস রাখো, সমস্যা অতিক্রম করে সফল হওয়ার সাহস অর্জন কর। এই গুণগুলির ওপরই জোর দাও। 

লক্ষ্যের প্রতি
"নিজের লক্ষ্যে সফল হতে হলে লক্ষ্যের প্রতি একনিষ্ঠ হতে হবে।"

নেতার প্রতি
"আমার কাছে একজন নেতার আদর্শ সংজ্ঞা। একজন নেতা হবেন লক্ষ্য ও আবেগের সংমিশ্রণ। সমস্যা দেখলে ভয় পাবেন না তিনি। বরং তিনি জানবেন কীভাবে সমস্যাকে পরাজিত করতে হয়। সবথেকে বড় বিষয় তিনি সততার সঙ্গে কাজ করবেন।" 

স্বপ্নের প্রতি
"মহৎ স্বপ্নের কারিগরদের স্বপ্ন সবসময় সফল হয়।"

অভিভাবকদের প্রতি
"আমাদের আজকের বলিদান শিশুদের কাল সুন্দর করে তুলবে।"

সাফল্যের প্রতি
"সাফল্য উপভোগ করার জন্য সমস্যার সম্মুখীন হওয়া জরুরি।" 

কাজ ও স্বপ্নের প্রতি
"আকাশ দেখ। আমরা একা নই। সমগ্র বিশ্ব আমাদের বন্ধু। যারা স্বপ্ন দেখে ও কাজ করে তাদের সেরা ফল দিতে আকাশ সবসময় পরিকল্পনা করে চলেছে।"

কাজের প্রতি 
"একমাত্র কঠোর পরিশ্রমীদেরই ঈশ্বর সাহায্য করেন। এই নীতিটি খুব স্পষ্ট।"  

.