ইন্দোরে গাড়ি ধাক্কায় ভেঙে পড়ল বহুতল, মৃত কমপক্ষে ১০

শনিবার রাতে হঠাত্ই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বহুতলটির নিচে ধাক্কা মারে। এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি।

Updated By: Apr 1, 2018, 10:11 AM IST
ইন্দোরে গাড়ি ধাক্কায় ভেঙে পড়ল বহুতল, মৃত কমপক্ষে ১০

নিজস্ব প্রতিবেদন : বহুতল ধ্বসে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। আহত বহু। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ইন্দোরের সরবতি বাসস্ট্যান্ড এলাকায়। উদ্ধারকাজ চলছে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিবার পিছু ২ লক্ষ ও আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে।

 

পুলিস সূত্রে জানা গেছে, বহতলটি বহু পুরনো। অনেকদিন ধরেই সেটিকে বিপজ্জনক বলে ঘোষণা করেছিল পুরসভা। কিন্তু তারপরও সেখানে একটি লজ ও দুটি রেস্তোরাঁ চলছিল। শনিবার রাতে হঠাত্ই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বহুতলটির নিচে ধাক্কা মারে। এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। আহত আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় উদ্ধারকারী দল।

 

দুর্ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে যান ইন্দোর পুরসভার মেয়র। রাত থেকেই চলছে উদ্ধারকাজ। তবে এখনও বাড়িটির নিচে কেউ চাপা পড়ে রয়েছে কী না সেই খোঁজ চলছে।

আরও পড়ুন- চিনের চোখরাঙানির জবাব দিতে আরও সেনা পাঠাল নয়াদিল্লি

.