ইশরাত চার্জশিট: সত্যিটা সত্যিই, দাবি শিন্ডের
ইশরাত জাহান মিথ্যা এনকাউন্টার মামলায় গতকালই চার্জশিট পেশ করেছে সিবিআই। প্রস্তুত হচ্ছে এই মামলার স্টেটাস রিপোর্টও। চার্জশিটে প্রমাণিত এই এনকাউন্টার মিথ্যে। রিপোর্ট অনুযায়ী ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছিল ইশরত সহ তিনজনকে। চার্জশিট প্রকাশিত হওয়ার ফলে কিছুটা ব্যাকফুটে বিজেপি। স্বভাবতই এই সুযোগ নষ্ট করতে রাজি নয় রাজনীতির ময়দানে বিজেপির এক নম্বর শত্রু কংগ্রেস। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে সেই পথে হেঁটেই জানালেন এই ঘটনায় মূল অভিযুক্তরা শাস্তি পাবেই।
ইশরাত জাহান মিথ্যা এনকাউন্টার মামলায় গতকালই চার্জশিট পেশ করেছে সিবিআই। প্রস্তুত হচ্ছে এই মামলার স্টেটাস রিপোর্টও। চার্জশিটে প্রমাণিত এই এনকাউন্টার মিথ্যে। রিপোর্ট অনুযায়ী ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছিল ইশরত সহ তিনজনকে। চার্জশিট প্রকাশিত হওয়ার ফলে কিছুটা ব্যাকফুটে বিজেপি। স্বভাবতই এই সুযোগ নষ্ট করতে রাজি নয় রাজনীতির ময়দানে বিজেপির এক নম্বর শত্রু কংগ্রেস। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে সেই পথে হেঁটেই জানালেন এই ঘটনায় মূল অভিযুক্তরা শাস্তি পাবেই।
সিবিআই-এর চার্জশিট পক্ষপাতদুষ্ট বলে যে অভিযোগ বিজেপি করেছে তাকে উড়িয়ে দিয়েছেন শিন্ডে। জানিয়েছেন ``ঘটনাটা ঘটনাই। অপরাধীরা শাস্তি পাবেই।``
অন্যদিকে বিজেপির তরফ থেকে অভিযোগ এনে বলা হয়েছে সিবিআই-এর এই রিপোর্ট কেন্দ্র দ্বারা প্রভাবিত। কংগ্রেস উঠতি গেরুয়া নেতাদের বাধা দিতেই এই চার্জশিট পেশ করিয়েছে।