ভারতে এখন হোয়্যাটসঅ্যাপ ব্যবহার করেন ৭ কোটি মানুষ

মোবাইল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ভারতে। এই মুহূর্তে প্রতি মাসে ৭ কোটি জন এই জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপলিকেশনটি ব্যবহার করেন।

Updated By: Nov 3, 2014, 11:31 AM IST
ভারতে এখন হোয়্যাটসঅ্যাপ ব্যবহার করেন ৭ কোটি মানুষ

ওয়েব ডেস্ক: মোবাইল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ভারতে। এই মুহূর্তে প্রতি মাসে ৭ কোটি জন এই জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপলিকেশনটি ব্যবহার করেন।

এই বছরের গোড়ার দিকে জুকারবার্গের ফেসবুক ১৯ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময় কিনে নেয় এই মোবাইল মেসেঞ্জার অ্যাপ সংস্থাটিকে।

ভারত হোয়াটসঅ্যাপের জন্য বিশ্বের অন্যতম সেরা বাজার। লক্ষ লক্ষ মানুষের মধ্যে যোগাযোগ গড়ে তুলতে হোয়াটসঅ্যাপ ভারত ও ব্রাজিলের মত দেশগুলির দিকে বিশেষ নজর দিচ্ছে বলে জানিয়েছেন ভারতে এই সংস্থার ব্যবসায়ীক প্রধান নীরজ আরোরা।

তিন বছরের মধ্যে সারা বিশ্বে এই মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা ৩০ মিলিয়ন থেকে বেড়ে হয়েছে ৬০০ মিলিয়ন।

 

.