ডিভোর্সের আবেদন করার আইনি প্রক্রিয়া জেনে রাখুন

ওয়েব ডেস্ক: আজকের দিনে প্রেম থেকে বিয়ে পর্যন্ত যেতে একটুও সময় লাগে না। সম্পর্ক গড়তে এক ফোঁটা সময় লাগে না। আবার এটাও তো ঠিক যে, দ্রুতগতির এই সমাজে সম্পর্ক টেকেই বা কটা! তাই খুব আনন্দ, হাসি মুখে, ধুমধাম করে বিয়ে তো হল। কিন্তু সেই বিয়ের পরই দেখবেন, ডিভোর্স।

যতদিন যাচ্ছে, তত ডিভোর্সের সংখ্যা বাড়ছে। কিন্তু আজকের দিনেও অনেকেই জানেন না, ডিভোর্সের ঠিক আইনি-নিয়ম কী কী। নিচের কারণগুলোর উপর ভিত্তি করে বৈধ বিচ্ছেদের জন্য আবেদন করা যেতে পারে।

১) আবেদন করার সময় থেকে দু বছর আবেদনকারীকে হতাশ করে রাখলে।

২) আবেদনকারীর সঙ্গে নির্দয় ব্যবহার করা হলে এবং বিশ্বাসযোগ্যভাবে যদি দেখা যায় যে, আবেদনকারী অপরপক্ষের ক্ষেত্রে একত্রে থাকলে তাঁর পক্ষে ক্ষতি বা অনিষ্টকর হবে।

৩) যদি আবেদনের পূর্বে এক বছর অপর পক্ষকে ত্যাগ করে স্বতন্ত্র থাকে।

৪) যদি অপরপক্ষ দূরারোগ্য কুষ্ঠব্যাধিগ্রস্থ হয়।

৫) যদি অপরপক্ষ কোনও প্রকার যৌন রোগগ্রস্থ থাকে। এবং সেই রোগ যদি দূরারোগ্য বা ছোঁয়াচে হয়।

৬) যদি কোনও পক্ষ নির্বোধ হয়ে থাকে অন্তত ২ বছর।

৭) যদি কোনওপক্ষ অপর পুরুষ বা অপর নারীর সঙ্গে দৈহিক সম্পর্ক করে থাকে এবং তা প্রমাণযোগ্য হয়।

* যদি কোনও স্বামী তাঁর স্ত্রীর সঙ্গে অপরের দৈহিক সম্পর্ক আছে জেনেও একত্রে থাকে, তবে তাঁরা judicial separation বা বৈধ বিচ্ছেদের অনুমতি পাবে না।

English Title: 
what is the system of legal divorce
News Source: 
Home Title: 

ডিভোর্সের আবেদন করার আইনি প্রক্রিয়া জেনে রাখুন

ডিভোর্সের আবেদন করার আইনি প্রক্রিয়া জেনে রাখুন
Yes
Is Blog?: 
No