লিপ ইয়ারে জন্ম হলে, জন্মদিন পালন করবেন কীভাবে?

Updated By: Feb 28, 2016, 07:04 PM IST
লিপ ইয়ারে জন্ম হলে, জন্মদিন পালন করবেন কীভাবে?

 

ওয়েব ডেস্ক: জন্ম তারিখ ২৯ ফেব্রুয়ারি, সারা বিশ্বে এমন মানুষের সংখ্যা প্রায় ৪০ লক্ষ ১০ হাজার। কোন দিনে জন্মদিন পালন করে এই মানুষ গুলি? খুব স্বাভাবিক উত্তর ২৯ ফেব্রুয়ারিতেই। কিন্তু এই দিনটা আসে চার বছরে একবার। তাহলে কী ৪ বছরে একদিন জন্মদিনের সেলিব্রেশন, আর প্রতি জন্মদিনের পর ৩ বছরে অপেক্ষা? না, তেমনটা একেবারেই নয়। লিপ ইয়ারে জন্মদিন পালনের সহজ উপায় রয়েছে-

এক, আপনি যদি বাঙালি হন, বেছে নিতে পারেন বাংলা ক্যালেন্ডারের দিন।
দুই, ২৮ ফেব্রুয়ারি অথবা ১ মার্চ যে কোনও একটা দিন বেছে নিতে পারেন জন্মদিনের সেলিব্রিশনের জন্য। কীভাবে? যদি ২৮ ফেব্রুয়ারি মধ্যরাতের পর জন্ম হয় তাহলে জন্মদিন পালন করতে পারেন ২৮ তারিখ। আর যদি মধ্যরাতের পর জন্ম হয়, তাহলে জন্মদিন পালন করতে পারেন ১ মার্চ।
তিন, এই দুটি'র একটিও না হয়ে দিনের বেলায় জন্ম হলে পছন্দের একটা দিন বেছে নিন। হয় ১ মার্চ, নয় ২৮ ফেব্রুয়ারি।

লিপ ইয়ারে যাদের জন্ম, তাঁদের রাশি পাইসিস(Pisce)। তাঁদের গ্রহ রত্ন নীলা (Amethyst)।

বিশ্বের এমন কিছু বিখ্যাত মানুষ যাদের জন্ম লিপ ইয়ারে-

জন বায়রন (কবি)
জিওয়াচিনো রসিনি (ইতালিয়ান সঙ্গীতকার)
স্যার ডেভ ব্রেইলস্ফোর্ড (ব্রিটিশ সাইকেলিস্ট ও কোচ)
অ্যালান রিচার্ডসন (ব্রিটিশ সঙ্গীতকার)
ডেরেন অ্যামব্রোস (ব্রিটিশ ফুটবলার)
জাঁ রুল (র‍্যাপার)

.