হানিমুনে যাওয়ার জন্য যে পাঁচটা জায়গা আপনার জন্য দারুণ হতে পারে

নোট নিয়ে দেশে যা চলছে, তার মধ্যেই চলে এল বিয়ের মরশুম। চারিদিকে বিয়ে আর বিয়ে। সরকার অবশ্য এই ডামাডোলের বাজারেও ঘোষণা করে দিয়েছে, যে বিয়ের জন্য আড়াই লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক থেকে তোলা যাবে। বিয়ে হয়ে গেলেই তো হানিমুনের চিন্তা। নিশ্চয়ই ভাবছেন, মধুচন্দ্রিমা করতে কোথায় যাবেন? পাহাড় নাকি সমুদ্র, কোনটা পছন্দ আপনার? যদি আপনি সমুদ্রপ্রিয় হন, তাহলে এই পাঁচটি সমুদ্র সৈকত আপনার হানিমুনের গন্তব্য হতে পারে। দেখে নিন কোন কোন জায়গা।

Updated By: Nov 18, 2016, 10:32 AM IST
হানিমুনে যাওয়ার জন্য যে পাঁচটা জায়গা আপনার জন্য দারুণ হতে পারে

ওয়েব ডেস্ক: নোট নিয়ে দেশে যা চলছে, তার মধ্যেই চলে এল বিয়ের মরশুম। চারিদিকে বিয়ে আর বিয়ে। সরকার অবশ্য এই ডামাডোলের বাজারেও ঘোষণা করে দিয়েছে, যে বিয়ের জন্য আড়াই লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক থেকে তোলা যাবে। বিয়ে হয়ে গেলেই তো হানিমুনের চিন্তা। নিশ্চয়ই ভাবছেন, মধুচন্দ্রিমা করতে কোথায় যাবেন? পাহাড় নাকি সমুদ্র, কোনটা পছন্দ আপনার? যদি আপনি সমুদ্রপ্রিয় হন, তাহলে এই পাঁচটি সমুদ্র সৈকত আপনার হানিমুনের গন্তব্য হতে পারে। দেখে নিন কোন কোন জায়গা।

আরও পড়ুন আজ কলকাতার তাপমাত্রা কত? আগামী কয়েকদিন কেমন থাকবে?

১) গোয়া - দেশের মধ্যে সাগরপাড়ে ঘুরতে যেতে চাইলে গোয়ার থেকে ভালো জায়গা আর কোথাও আছে নাকি! তারউপর ডিসেম্বর তো আসতেই চলল। এখন গোয়ায় গেলে পুরো কার্নিভালের মেজাজ পাবেন।

২) কোভালাম বিচ - কেরালার কোভালাম বিচের সুনাম এতটাই যে, বিদেশিরাও চলে আসেন এখানে ঘুরতে। আর আপনি তো দেশেরই মানুষ। তাই আপনার হানিমুনের জন্য আদর্শ জায়গা হতে পারে কোভালাম বিচ।

৩) তরকারলি বিচ - মহারাষ্ট্রের এই সমুদ্র সৈকত নিরিবিলি পরিবেশের জন্য বিখ্যাত। নতুন জীবনসঙ্গীর হাতে-হাত ধরে তরকারলি বিচে হাঁটলে, সেই স্মৃতি আপনি জীবনেও ভুলতে পারবেন না।

৪) দমন এবং দিউ - সবসময় যাওয়া সম্ভব হয় না। অনেকেই ইচ্ছে থাকলেও যেতে পারেন না। আপনি তো হানিমুনে যেতে চাইছেন। তাই আপনার জন্য দমন এবং দিউ ঘোরার জন্য ভালো জায়গা হতে পারে।

৫) আলাপুজ্জা বিচ - কেরালার এই সমুদ্র সৈকতকে তো পূর্বের ভেনিস বলা হয়। ইতালিতে যাওয়ার মতো অত টাকা হয়তো আপনার হাতে নেই। তাহলে কেরলের আলাপুজ্জা বিচ থেকে ঘুরে আসুন। ভেনিসের মজা পাবেন, ভারতীয় টাকায়!

আরও পড়ুন  নোট বাতিলের জের, ফিক্সড ডিপোজিটের সুদের হার কমানোর সিদ্ধান্ত একাধিক ব্যাঙ্কের!

.