উজ্জ্বল হলুদ রঙের ব্যাঙে ভরে গিয়েছে জলাশয়! ভিডিয়ো ভাইরাল হল নেট দুনিয়ায়
এখনও পর্যন্ত ১ লক্ষ ৯৯ হাজারের বেশি মানুষ দেখেছেন ভিডিয়োটি।
নিজস্ব প্রতিবেদন: বর্ষায় চতুর্দিক জল থৈ থৈ অবস্থা। চাষের জমিও বর্ষার জলে ভরে উঠেছে। আর ওই জলে লাফালাফি করে বেড়াচ্ছে উজ্জ্বল হলুদ রঙের ব্যাঙের দল! এমনই একটি ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োটি হঠাৎ দেখলে মনে হতেই পারে, এটা কোনও অ্যাপের কারসাজি। ভিডিয়োয় বেশ কিছু কণ্ঠস্বর শোনা যাচ্ছে, সেগুলি শুনে ভিডিয়োটি ভারতেরই কোনও এলাকায় তোলা হয়েছে বলে মনে হয়। কিন্তু হলুদ রঙের ব্যাঙ আবার হয় নাকি!
এই ভিডিয়োটি টুইটারে পোস্ট করেছেন এক ভারতীয় বন বিভাগের আধিকারিক পরভীন কাসওয়ান। এই ভিডিয়ো পোস্ট করে তিনি জানিয়েছেন, চাষের জমির জমা জলে লাফিয়ে বেড়ানো উজ্জ্বল হলুদ রঙের ব্যাঙ এ দেশেই পাওয়া যায়। এগুলিকে বুলফ্রগ (Bullfrogs) বলা হয়। এগুলি একধরনের ভারতীয় সোনাব্যাঙ। বছরের অন্য সময়ে এদের শরীরের রং অন্যরকম থাকলেও বর্ষায় সঙ্গিনীকে আকর্ষিত করতেই এরা নিজের শরীরের রং বদলায়।
Have you ever seen Yellow frogs. Also in this number. They are Indian #bullfrog seen at Narsighpur. They change to yellow during monsoon & for attracting the females. Just look how they are enjoying rains. @DDNewslive pic.twitter.com/Z3Z31CmP0b
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 13, 2020
আরও পড়ুন: বর্ষায় মশার উপদ্রব বেড়েছে? ক্ষতিকর স্প্রে বা ধূপ নয়, মশা তাড়ান ঘরোয়া উপায়ে
এই দৃশ্য ধরা পড়েছে মধ্যপ্রদেশে নরসিংহপুর (Narsighpur) এলাকায়। ১৩ জুলাই ভিডিয়োটি পোস্ট করেন পরভীন কাসওয়ান। তার পর থেকে এখনও পর্যন্ত ১ লক্ষ ৯৯ হাজারের বেশি মানুষ দেখেছেন ভিডিয়োটি। ভিডিয়োটি শেয়ারও করেছেন অনেকেই। নেট দুনিয়ায় এখন জোর চর্চা চলছে এই হলুদ সোনা ব্যাঙগুলিকে নিয়ে।