দুই মাথার সাপ ধরলেন কৃষক! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সাপ বেশ বিরল। এত বড় অবস্থায় এই ধরনের দুই মাথার সাপ পাওয়া আশ্চর্যজনক ঘটনা বলে মত বিশেষজ্ঞদের।

Updated By: Oct 24, 2019, 07:51 PM IST
দুই মাথার সাপ ধরলেন কৃষক! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: একটি সাপ। দুটি মাথা। বাড়ির উঠানে প্রথমে দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি শেঝৌউ। সাপটি ধরতে বেশি দেরি করেননি চিনের হেবেই প্রদেশের এই চাষি। সেই দুই মাথা-সহ সাপ ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, সাপটিকে দেখতে দূর-দূরান্ত থেকে ভিড় জমায় উত্সাহীরা।

ভিডিয়োয় দেখা যাচ্ছে দু’টি মাথা-সহ একটি সাপ কোনও বড় হাঁড়ির মধ্যে চলাফেরা করছে। অনেকেই হাঁড়ির ঢাকনা খুলে সাপের ছবিও তোলেন। আর সেই সময়েই হাঁড়ি উল্টে যাওয়ায় বাড়ির বারান্দা থেকে বেরিয়ে পাশের জঙ্গলে ঢুকে যায় সাপটি।

আরও পড়ুন: কখন, কতটা বৃষ্টি হবে তা আগাম জানিয়ে দেয় এই মন্দির!

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সাপ বেশ বিরল। ধীর গতিতে চলাফেরা করায় বেশিরভাগ ক্ষেত্রেই বড় হওয়ার আগেই শিকার হয়ে যায় এই ধরনের দুই মাথার সাপ। এত বড় অবস্থায় এই ধরনের দুই মাথার সাপ পাওয়া আশ্চর্যজনক ঘটনা বলে মত বিশেষজ্ঞদের।

.