Registered মোবাইল নম্বর ছাড়াই এবার হাতে পান Aadhaar PVC কার্ড! জেনে নিন পদ্ধতি

 ১২ সংখ্যার আধার বিবরণ দিতে না চান তাহলে এর পরিবর্তে ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নম্বর (VID) ব্যবহার করা সম্ভব

Updated By: Feb 15, 2022, 01:49 PM IST
Registered মোবাইল নম্বর ছাড়াই এবার হাতে পান Aadhaar PVC কার্ড! জেনে নিন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন: আধার প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এখন নিবন্ধিত মোবাইল নম্বর ছাড়াই UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আধার কার্ড ডাউনলোড করার অনুমতি দিচ্ছে।

ব্যবহারকারীরা এখন UIDAI ওয়েবসাইট থেকে নিবন্ধিত মোবাইল নম্বর ছাড়াই আধার পিভিসি কার্ড ডাউনলোড করতে পারবেন। জেনে নিন কীভাবে করবেন।

1. UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint এবং 'আমার আধার' নির্বাচন করুন

2. 'অর্ডার আধার পিভিসি কার্ড' অপশনটি ক্লিক করুন এবং আপনার ১২ সংখ্যার আধার কার্ড নম্বর লিখুন

3. ক্যাপচা-কোড লিখুন

4. 'আমার মোবাইল নম্বর নিবন্ধিত নয়' অপশনে ক্লিক করুন

আরও পড়ুন: Dev: গরুপাচার! বাংলাকে এসবের জন্য জানত না মানুষ; কটাক্ষ সুকান্তর, পাল্টা দিলেন কুণাল

5. একটি বিকল্প মোবাইল নম্বর লিখুন এবং 'ওটিপি পাঠান' বোতামে ক্লিক করুন। এটি এমন কোনও মোবাইল নম্বর হতে পারে যেখানে আপনি একটি OTP নম্বর দেখতে পাবেন

6. 'টার্মস অ্যান্ড কন্ডিশনস চেকবক্সে ক্লিক করুন এবং ওটিপি নম্বর দেওয়ার পরে 'জমা দিন' বোতামটি ক্লিক করুন।

7. আপনি আধার চিঠির প্রিভিউ দেখতে পারেন এখানে

8: এর পরে বিস্তারিত চেক করুন এবং অনলাইনে অর্থপ্রদান করতে 'মেক পেমেন্ট' অপশনে ক্লিক করুন।

মনে রাখতে হবে যে যদি ১২ সংখ্যার আধার বিবরণ দিতে না চান তাহলে এর পরিবর্তে ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নম্বর (VID) ব্যবহার করা সম্ভব। এছাড়াও, কিছু পদ্ধতি শুধুমাত্র নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে এবং অনিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহারকারীরা সেগুলি ব্যবহার করতে পারবেননা। আধার প্রিভিউ শুধুমাত্র নিবন্ধিত মোবাইল ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। অনিবন্ধিত মোবাইল ভিত্তিক অর্ডারের জন্য আধার কার্ডের বিশদ বিবরণের প্রিভিউ উপলব্ধ নয়।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.