এবার চালকহীন উবের ক্যাবে চড়ে অফিস যান
হাত উঁচিয়ে ট্যাক্সি দাঁড় করানোর দিনের শেষের শুরু হয়ে গিয়েছে। বদলে এসেছে মোবাইল, ট্যাবে হাত ঘুরিয়ে অ্যাপের ব্যবহার করে ক্যাব ডাকার। এবারও আরও একটা জিনিসের শেষের শুরু হতে চলেছে। অফিস, বা কোনও কাজে যাওয়ার সময় ক্যাব/ট্যাক্সি চালকদের সঙ্গে কথাবার্তা, বা খুচরো নিয়ে ঝামেলার দিনে ইতি পড়তে চলেছে। কারণ এবার চালকহীন গাড়ি আনতে চলেছে উবের।
ওয়েব ডেস্ক: হাত উঁচিয়ে ট্যাক্সি দাঁড় করানোর দিনের শেষের শুরু হয়ে গিয়েছে। বদলে এসেছে মোবাইল, ট্যাবে হাত ঘুরিয়ে অ্যাপের ব্যবহার করে ক্যাব ডাকার। এবারও আরও একটা জিনিসের শেষের শুরু হতে চলেছে। অফিস, বা কোনও কাজে যাওয়ার সময় ক্যাব/ট্যাক্সি চালকদের সঙ্গে কথাবার্তা, বা খুচরো নিয়ে ঝামেলার দিনে ইতি পড়তে চলেছে। কারণ এবার চালকহীন গাড়ি আনতে চলেছে উবের।
আরিজোনা উইনিভার্সিটির সঙ্গে গাঁটছাড়া বেধে এমন এক ধরনের ম্যাপিং পদ্ধতি উবের আনছে যাতে গাড়ি চালাতে আর লাগবে না কোনও চালকের সাহায্য। ট্র্যাফিক সিগন্যাল, যানজট, হঠাত্ কোন গাড়ি এসে পড়লে সহজেই ক্যাবকে নিয়ন্ত্রণ করে ফেলবে চালকহীন ম্যাপিং পদ্ধতি। শোনা যাচ্ছে উবের ৫ লক্ষ সেলফ ড্রাইভিং গাড়িও কিনতে চলেছে।