'লা টমাটিনা'তে গা ভাসিয়ে গুগল আজ টমেটো ছুড়ছে

উত্‍সবে গা ভাসানোটা গুগলের একেবারে স্বভাব হয়ে দাঁড়িয়েছে। খ্রিস্টমাসই হোক বা ইদ। সব উত্‍সবেই একেবারে সেজেগুজে তৈরি হয়ে গোটা বিশ্বে সেই উত্‍সবের রেশ পৌঁছে দেয় গুগল। কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, গুগলের তাহলে বারো মাসে ২৪ পার্বণ। যতই হকো গোটা বিশ্বের উত্‍সবে গা ভাসানোর পালা যখন।

Updated By: Aug 26, 2015, 11:36 AM IST
'লা টমাটিনা'তে গা ভাসিয়ে গুগল আজ টমেটো ছুড়ছে

ওয়েব ডেস্ক: উত্‍সবে গা ভাসানোটা গুগলের একেবারে স্বভাব হয়ে দাঁড়িয়েছে। খ্রিস্টমাসই হোক বা ইদ। সব উত্‍সবেই একেবারে সেজেগুজে তৈরি হয়ে গোটা বিশ্বে সেই উত্‍সবের রেশ পৌঁছে দেয় গুগল। কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, গুগলের তাহলে বারো মাসে ২৪ পার্বণ। যতই হকো গোটা বিশ্বের উত্‍সবে গা ভাসানোর পালা যখন।

আজ যেমন গুগল মেতেছে স্পেনের 'লা টমাটিনা' (কেউ কেউ আবার বলেন  'লা তমাতিনা',  'লা তমাতিনো') উত্সব নিয়ে। স্পেনে পালিত হচ্ছে ৭০ তম টমেটো লড়াইয়ের উত্‍সব 'লা টমেটিনো'।  এক ঘণ্টার এ লড়াই শুরু হয় প্রতিবছর আগস্টের শেষ বুধবার সকালে। গুগল ডুডলেও আঝ সকাল থেকে দেখা যাচ্ছে টমেটো লড়াই। ডুডলে দেখা যাচ্ছে টমটো ছোড়াছুড়ি করছে একদল মানুষ। গুগলের দুটো 'oo'-তেও দেওয়া দুটো টমেটো।

১৯৪৫ সালের আগস্ট মাস থেকে শুরু হয় এই উত্‍সবের। ভূমধ্য সাগরের প্রায় কোলের মধ্যে থাকা স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশের স্বায়ত্তশাসিত বুনিয়ল শহরে এমনিতেই নিজস্ব সংস্কৃতিতে বিশিষ্ট। তবে, টমেটোর লড়াই যেন ছাপিয়ে যায় সবকিছুকেই। এখনো রীতি অনুসারে আগস্টের শেষ সপ্তাহজুড়ে সাংস্কৃতিক উত্সব চলে বুনিয়ল শহরে।

.