চলতি সপ্তাহেই দেখা মিলবে সুপার মুনের, জেনে নিন কীভাবে দেখবেন

নাসার তরফে জানানো হয়েছে চলতি সপ্তাহেই দেখা যাবে এই সুপার মুন (Super Moon)। কাজেই তৈরি রাখুন টেলিস্কোপ।

Updated By: Feb 8, 2020, 12:23 PM IST
চলতি সপ্তাহেই দেখা মিলবে সুপার মুনের, জেনে নিন কীভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদন: বছরের শুরুতেই সুপারমুন চাক্ষুষ করবে গোটা বিশ্ব। নাসার তরফে জানানো হয়েছে চলতি সপ্তাহেই দেখা যাবে এই সুপার মুন। কাজেই তৈরি রাখুন টেলিস্কোপ। নাসার তরফে জানানো হয়েছে, এই শুক্রবার থেকেই আকাশে দেখা যাচ্ছে উজ্জ্বল ও বড় আকারের চাঁদ। সুপার মুন পূর্ণ আকার ধারণ করবে আগামী রবিবার। এবং সেদিনই ভারতীয় সময় দুপুর ১.০৩ মিনিটে সম্পূর্ণ দেখা যাবে সুপার মুন। 

আরও পড়ুন: আসছে করোনাভাইরাসের টিকা! বড় ধাপ পার করলেন ভারতীয় গবেষক

যদিও ভারতে তখন সূর্যের আলোর কারণে ভারত থেকে এই চাঁদ দেখা যাবে না। সেকারণে বেশ কিছু অনলাইন ওয়েবসাইটের লাইভ স্ট্রিমিং-এ সুপারমুন দেখতে পারেন ভারতীয়রা। irtual Telescope Project 2.0- দেখা যাবে লাইভ।

আরও পড়ুন: মশার আকার আস্ত প্রজাপতির মতো! নতুন রোগের আতঙ্কে এলাকাবাসী

পৃথিবীর একেবারে কাছে চাঁদের কক্ষপথ চলে এলে সেই পূর্ণিমার চাঁদ হয়ে ওঠে সুপার মুন। কেউ যদি এই মাসের সুপার মুন দেখা মিস করে যান, তাহলে আগামী মাসের ৯ মার্চ ফের দেখতে পাবেন সুপার মুন। এরপর আবার সুপার মুন দেখা যাবে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারিতে।

.