সম্পর্কে কতটা ঘনিষ্ঠ, বুঝে নিন আপনার সঙ্গীর শোওয়ার ধরন দেখে!

আসুন জেনে নেওয়া যাক, শোওয়ার কোন ভঙ্গি সম্পর্কের গভীরতার বিষয়ে ঠিক কী বলছে!

Updated By: Jan 27, 2019, 03:31 PM IST
সম্পর্কে কতটা ঘনিষ্ঠ, বুঝে নিন আপনার সঙ্গীর শোওয়ার ধরন দেখে!
--প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন: সম্পর্কে ঠিক কতটা ঘনিষ্ঠ, তা সহজেই বুঝে নিতে পারবেন আপনার সঙ্গীর শোওয়ার ধরন দেখেই! পৃথিবীর অনেক সম্পর্ক বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানীরা এ বিষয়ে এক মত। শুধু তাই নয়, দুর্বল সম্পর্ককে সুদৃঢ় করতেও সম্পর্ক বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানীরা শোওয়ার ভঙ্গি বদলে নেওয়ারই পরামর্শ দিয়ে থাকেন। আসুন এ বার জেনে নেওয়া যাক, শোওয়ার কোন ভঙ্গি সম্পর্কের গভীরতার বিষয়ে ঠিক কী বলছে!

sleeping position
এই ভাবে শোওয়ার ভঙ্গিকে বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীরা সম্পর্কের ক্ষেত্রে খুব মিষ্টি এবং রোমান্টিক বলেই ব্যাখ্যা করেছেন।
সেই সঙ্গে এই ভঙ্গিতে শোওয়া দুটি মানুষ একে অপরের প্রতি খুবই বিশ্বস্ত বলেই মত তাঁদের।

sleeping position
এই ভাবে শোওয়ার ভঙ্গিকে বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীরা সম্পর্কের ক্ষেত্রে ‘নিরাপদ’ বা নিশ্চিন্ত বলেই ব্যাখ্যা করেছেন।
তাঁদের মতে, এই ভঙ্গিতে শোওয়া দুটি মানুষ নিজেদের সম্পর্কের প্রতি আস্থাবান এবং এঁরা নিজেদের সম্পর্ককে নিরাপদ বলেই মনে করেন।

sleeping position
এই ভঙ্গিতে শোওয়াকে বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীরা সম্পর্কের ক্ষেত্রে স্বস্তি বা তৃপ্তীর ইঙ্গিত বলেই ব্যাখ্যা করেছেন। তাঁদের মতে,
এই ভঙ্গিতে শোওয়া দুটি মানুষ নিজেদের সম্পর্ক থেকে যথেষ্ট তৃপ্ত এবং এঁরা নিজেদের সম্পর্ককে নিরাপদ বলেই মনে করেন।
বিশেষজ্ঞদের মতে, এই ভঙ্গিতে শোওয়া মানুষ দুটির সম্পর্কের বয়স এক বছর বা তারও কম।

sleeping position
এই ভঙ্গিতে শোওয়া সম্পর্কের ক্ষেত্রে আত্মবিশ্বাস এবং আস্থাকেই ইঙ্গিত করে বলে মত বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীদের।
বিশেষজ্ঞদের মতে, এই ভঙ্গিতে শোওয়া মানুষ দুটি একে অপরকে খুব ভাল করে বোঝেন বা জানেন।

sleeping position
এই ভঙ্গিতে শোওয়া সম্পর্কের কোনও সমস্যাকে ইঙ্গিত করে বলে মত বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীদের। বিশেষজ্ঞদের মতে,
এই ভঙ্গিতে শোওয়া মানুষ দুটির মধ্যে কোনও কারণে ক্রমশ সিথিলতা আসছে বা সম্পর্ক কোনও রকম আপোশের মাধ্যমে টিকে রয়েছে।

.