এবার পেন্সিল টবে পুঁতে ফল, ফুল পান
উপরের ছবিতে যে পেন্সিলটা দেখছেন, সেটা কিন্তু আর পাঁচটা সাধারণ পেন্সিল নয়। এটা হল 'প্ল্যানটেবল' পেনসিল। এই পেন্সিলটা মাটিতে পুঁতে দিলে গাছ হয়ে যাবে। হ্যাঁ, পেনসিলটা একেবারে ছোট হয়ে গেলে,মাটিতে বা টবে পুঁতে দিন। তাতে নিয়ম করে জল দিন। দেখবেন কিছুদিন পর গাছ হয়ে ফুল, ফুলে ভরে উঠবে পেন্সিলটা। পেন্সিলের ডগায় রয়েছে এক ধরনের ক্যাপসুল, যার মাধ্যমে চারা লাগানো আছে।
ওয়েব ডেস্ক: উপরের ছবিতে যে পেন্সিলটা দেখছেন, সেটা কিন্তু আর পাঁচটা সাধারণ পেন্সিল নয়। এটা হল 'প্ল্যানটেবল' পেনসিল। এই পেন্সিলটা মাটিতে পুঁতে দিলে গাছ হয়ে যাবে। হ্যাঁ, পেনসিলটা একেবারে ছোট হয়ে গেলে,মাটিতে বা টবে পুঁতে দিন। তাতে নিয়ম করে জল দিন। দেখবেন কিছুদিন পর গাছ হয়ে ফুল, ফুলে ভরে উঠবে পেন্সিলটা। পেন্সিলের ডগায় রয়েছে এক ধরনের ক্যাপসুল, যার মাধ্যমে চারা লাগানো আছে।
এর নাম SPROUT পেন্সিল। এই পেন্সিল ১২ ধরনের রয়েছে। সূর্যমূখি, পুদিনা, তুলসি, স্ট্রেবির, চেরি টমেটোর মত ১২ ধরনের গাছ হতে পারে এই SPROUT পেন্সিল থেকে। মানে পড়ারল ঘরের পেন্সিল একেবার সোজা পৌঁছে যাবে হেঁসেলে।
দারুণ হত না এমন একটা পেন্সিল থাকলে। বিদ্যাও হত, প্রকৃতি প্রেমও থাকত।