মন ভাল করে দেয়, নারীর হাড়ের জোর বাড়ায় এই গয়না

নতুন বৌয়ের হাতভর্তি রঙবেরঙের চুড়ি, বালা। কোনওটা সোনার, কোনওটা রুপোর। দেখতে বেশ ভাল লাগে। কিন্তু, চুড়ি বা বালা কি ভারতীয় মহিলাদের শুধুই সাজের অঙ্গ? বিজ্ঞান বলছে না। এর পিছনে বেশকিছু বৈজ্ঞানিক উপকারিতাও রয়েছে।

Updated By: Apr 15, 2016, 12:53 PM IST
মন ভাল করে দেয়, নারীর হাড়ের জোর বাড়ায় এই গয়না

ওয়েব ডেস্ক : নতুন বৌয়ের হাতভর্তি রঙবেরঙের চুড়ি, বালা। কোনওটা সোনার, কোনওটা রুপোর। দেখতে বেশ ভাল লাগে। কিন্তু, চুড়ি বা বালা কি ভারতীয় মহিলাদের শুধুই সাজের অঙ্গ? বিজ্ঞান বলছে না। এর পিছনে বেশকিছু বৈজ্ঞানিক উপকারিতাও রয়েছে।

প্রথমেই বলা যাক, চুড়ির আওয়াজ ভাল করে দেয় মন। নেতিবাচক চিন্তাভাবনাকে বাড়ি থেকে দূরে সরিয়ে রাখে। এমনকী নারীর হাড়ের জোর বাড়ায় চুড়ি। সাধারণত পুরুষের চেয়ে নারীর হাড় কোমল। এখন হয় সোনা বা রুপোর চুড়ি বা বালা প্রকৃতি থেকে শক্তি শোষণ করে। তারপর সেই শক্তি ছড়িয়ে পড়ে নারীর শরীরে। ফলে বিভিন্ন শারীরবৃত্তীয় পক্রিয়া সঠিকভাবে কাজ করে। শরীরের থেকে নির্গত শক্তিও চুড়ি দ্বারা শোষিত হয়ে ফের শরীরে প্রবেশ করে। এছাড়া কবজির সঙ্গে অনবরত ঘষা খায় চুড়ি। যা বাড়িয়ে তোলে রক্ত সঞ্চালন।

.