Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে তছনছ জাপান, মৃত ২, আহত শতাধিক
ভূমিকম্পের ফলে বিধ্বস্ত গোটা এলাকা। সন্ত্রস্ত সেখানকার মানুষ। মুহূর্তে ভয়ানক স্মৃতি আঁকড়ে ধরেছে সেখানকার মানুষকে।
নিজস্ব প্রতিবেদন: বুধবার জাপানের উত্তর-পূর্ব উপকূলে প্রবল ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। ভূমিকম্পের ফলে বিধ্বস্ত গোটা এলাকা। সন্ত্রস্ত সেখানকার মানুষ। মুহূর্তে ভয়ানক স্মৃতি আঁকড়ে ধরেছে সেখানকার মানুষকে। এমন শক্তিশালী ভূমিকম্পের পর সকালে জাপানের ওই এলাকায় বিদ্যুৎব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে অক্লান্ত পরিশ্রম করে চলে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলি।
বৃহস্পতিবার সকালেও ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এবং তোহোকু ইলেকট্রিক কোম্পানির পরিষেবার আওতায় থাকা প্রায় ৩৬,৪০০ পরিবার বিদ্যুৎবিহীন। সংস্থাটির দাবি, বৃহস্পতিবারের মধ্যে সমস্ত এলাকায় বিদ্যুৎ পরিষেবা ফিরিয়ে আনতে পারবে বলে আশা করেছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করতে যে আরও বেশ খানিকটা সময় লাগবে একথা তারা অস্বীকার করতে পারেনি।
পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, দুজন নিহত এবং একশোরও বেশি লোক আহত হয়েছে। এর আগে কর্তৃপক্ষ সুনামির পূর্ব সতর্কতা বাতিল করে দিয়েছিল। নির্মাতারা ভূমিকম্পের ক্ষতির পরিমাপ করারও চেষ্টা করছিলেন, যা ফুকুশিমা প্রিফেকচারের উপকূলে ৬০ কিলোমিটার (৩৭ মাইল) গভীরতায় মধ্যরাতের আগে আছড়ে পড়েছিল।
বিশ্বের সবচেয়ে বড় অটোমোটিভ মাইক্রোকন্ট্রোলার চিপ নির্মাতা রেনেসাস ইলেক্ট্রনিক্স কর্পোরেশন জানিয়েছে যে তারা জাপানের তিনটি প্ল্যান্টে ভূমিকম্পের ক্ষতি পরীক্ষা করছে।
আরও পড়ুন, Earthquake: ভূমিকম্পের পর আঁধার নামল জাপানে, জারি সুনামি সতর্কতা