পূর্ণগ্রাস সূর্যগ্রহণে ইউরোপের ঝলমলে আকাশ যেন হঠাৎ রাতের আঁধার

চাঁদের ছায়ায় ঢেকে গেল ঝলমলে সূর্য। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে পৃথিবীতে। তারপর একেবারে অন্ধকার। স্কটল্যান্ড আর আইল্যান্ডের মাঝখানে ফ্যারো দ্বীপে দিনের বেলাতেই নেমে এল রাতের আঁধার। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

Updated By: Mar 20, 2015, 08:45 PM IST
পূর্ণগ্রাস সূর্যগ্রহণে ইউরোপের ঝলমলে আকাশ যেন হঠাৎ রাতের আঁধার

ওয়েব ডেস্ক: চাঁদের ছায়ায় ঢেকে গেল ঝলমলে সূর্য। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে পৃথিবীতে। তারপর একেবারে অন্ধকার। স্কটল্যান্ড আর আইল্যান্ডের মাঝখানে ফ্যারো দ্বীপে দিনের বেলাতেই নেমে এল রাতের আঁধার। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
তবে সব জায়গায় দেখা যায়নি পূর্ণগ্রাস সূর্যগ্রহণের এই মহাজাগতিক দৃশ্য। খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে ইউরোপের নানা দেশে, গ্রিনল্যান্ড, নিউফাউন্ডল্যান্ড, উত্তর ও পশ্চিম আফ্রিকায়। ব্রিটেন, স্পেন কিংবা রোম, সূর্যগ্রহণ দেখতে দলে দলে রাস্তায় নেমে পড়েছিলেন মানুষজন। সারি সারি কালো চশমা পরা চোখ তখন আকাশের দিকে।  কোথাও তরুণ দম্পতি, কোথাও বা বয়স্করা। খণ্ডগ্রাস সূর্যগ্রহণের দৃশ্যে মুগ্ধতা, উচ্ছ্বাস চোখেমুখে। ১৫ বছর পর এমন সূর্যগ্রহণ দেখার সুযোগ পেলেন ইউরোপের মানুষজন।

 

.