আকাশেই হাতে হাত রাখলেন ওরা, হাওয়ায় ভেসে গড়লেন রেকর্ড, দেখুন ভিডিও
পৃথিবীটাকে আকাশ থেকেই দেখতে ভালবাসেন ওরা। আকাশ থেকেই নিজেদের ছেড়ে দেন মাটির টানে। এই পড়াতেই ওদের আনন্দ। ওরা স্কাইডাইভার। হাতে হাত রেখে আকাশেই তৈরি করলেন মানব বন্ধন।
Updated By: Aug 3, 2015, 03:23 PM IST
ওয়েব ডেস্ক: পৃথিবীটাকে আকাশ থেকেই দেখতে ভালবাসেন ওরা। আকাশ থেকেই নিজেদের ছেড়ে দেন মাটির টানে। এই পড়াতেই ওদের আনন্দ। ওরা স্কাইডাইভার। হাতে হাত রেখে আকাশেই তৈরি করলেন মানব বন্ধন।
শুক্রবার মধ্য ইলিনয়ের আকাশে মোট ১৬৪ জন স্কাই ডাইভার তৈরি করলেন রেকর্ড। এর আগে ২০১২ সালে আকাশে এমনই মানব বন্ধন গড়েছিলেন ১৩৮ জন স্কাইডাইভার। শুক্রবার ভেহে গেল সেই রেকর্ড। ঘণ্টায় ২৪০ মিটার বেগে আকাশে ঘুরছিলেন ওরা।
আকাশে হাতে হাত রেখে ফুলের আকার গঠন করেন ওরা। কয়েক সেকেন্ড এভাবেই ভেসে থাকেন। তারপর যে যার প্যারাশুট খুলে নেমে আসেন মাটিতে। এই ভিডিও এখন ভাইরাল।
দেখুন ভিডিও,