এমন ছয় টিপস যা আপানাকে ছবিতে আরও সুন্দর করে তুলবে
এই ছবিটা ভাল আসেনি। ওইরকম একটা ছবি চাই। ছবিতে সাইড ফেস ভাল আসে না, গোল মুখ লম্বা যেন দেখায় এমন ছবিই চাই! চারিদিকে লাইটের ঝলকানি, ক্যামেরাটা বন্দুকের মত শাটার প্রেস করেও একটা ছবিও আপনার পছন্দ হচ্ছে না। ৬টি টিপস জেনে রাখুন, ছবিতে নিজেকে সবথেকে সুন্দর দেখাতে আর মুখাপেক্ষী থাকতে হবে না ফটোগ্রাফারের।
ওয়েব ডেস্ক: এই ছবিটা ভাল আসেনি। ওইরকম একটা ছবি চাই। ছবিতে সাইড ফেস ভাল আসে না, গোল মুখ লম্বা যেন দেখায় এমন ছবিই চাই! চারিদিকে লাইটের ঝলকানি, ক্যামেরাটা বন্দুকের মত শাটার প্রেস করেও একটা ছবিও আপনার পছন্দ হচ্ছে না। ৬টি টিপস জেনে রাখুন, ছবিতে নিজেকে সবথেকে সুন্দর দেখাতে আর মুখাপেক্ষী থাকতে হবে না ফটোগ্রাফারের।
এক. ছবি তোলার সময় 'S' এর মতই পেচানো হোক আপনার শরীর
নিজের ছবি তোলার সময় সোজাসুজি দাঁড়ানো এখন ব্যাক ডেটেড। পাসপোর্ট সাইজ ছবি ছাড়া তেমন বিশেষ আকর্ষণ এখানে নেই। বরং একটু বাকানো ভাবটাই ভাল। স্টাইলেও অ্যাটিটিউডেও আপনিই অনন্যা।
দুই. হেলানো কাঁধে ছবি সুন্দর আসে
ক্যামেরার দিকে হেলিয়ে দিন নিজের কাঁধ। সোজাসুজি ক্যামেরার দিকে না থেকে একটু হেলানো থাকলে তা আরও বেশি সুন্দর দেখায়। নিজের থুতনির প্রতিও সতর্ক থাকুন। বেশি নীচুও নয় আবার একেবারে অপরেও নয়।
তিন. ক্যামেরার দিকে সোজাসুজি একেবারেই বসবেন না
যখন বসে ছবি তুলতে ইচ্ছে হলে, সোজাসুজি বসার অভ্যাসটা এড়িয়ে চলার চেষ্টা করুন।
চার. ছবি তোলার সময় হাতটা কীভাবে থাকবে?
মুখ তো না হয় একটা কায়দা করে দেওয়া যায়। পাউট, হাসি, কিংবা গম্ভীর, কিন্তু হাত গুলির কী হবে? মুখের ওপর থাকলে তার ব্যবহারটা কেমন হবে? হাতের আঙুল গুলোর নড়াচড়ার ক্ষেত্রেও সতর্ক হতে হবে আপনাকে।
পাঁচ. হাঁটু টা অল্প ভাঁজ করুন
সোজাসুজি দাঁড়াবেন না। একটা হাঁটু একটু মাছের শরীরের মত বেকিয়ে দাঁড়ান। আগের তুলনায় তা হবে অনেক বেশি স্টাইলিশ।
ছয়. মুখটা একটু বাঁকানোই ভাল ছবির নন্দনতত্ত্ব
পাসপোর্ট সাইজ ছবি ছাড়া, মুখের আদলটা রাখুন একটু বাঁকানোই।