পৃথিবীর সবথেকে দামী কয়েকটি জিনিস (দেখুন ছবি)
ধনী হলে মানুষ কি না করতে পারে। যখন যেটা ইচ্ছে হবে সেটাই কিনতে পারে, অন্য কেউ তার দিকে তাকিয়ে হাসবে না। আবার কোনও কম দামী জিনিস বেশি দামে কিনে অন্যদের কাছে টাকার গরমও দেখাতে পারে।
ওয়েব ডেস্ক: ধনী হলে মানুষ কি না করতে পারে। যখন যেটা ইচ্ছে হবে সেটাই কিনতে পারে, অন্য কেউ তার দিকে তাকিয়ে হাসবে না। আবার কোনও কম দামী জিনিস বেশি দামে কিনে অন্যদের কাছে টাকার গরমও দেখাতে পারে।
এখানে ১৪টি এমন জিনিস দেওয়া হল যা পৃথিবীর সবথেকে দামী জিনিস। যা এই জীবনে অনেকেরই কেনা অসম্ভব হলেও হতে পারে। কি আর করা যাবে তাও তার ছবি দেখেই শান্তি পাওয়া যেতে পারে। তাহলে এবার এক ঝকলে দেখে নিন জিনিসগুলিকে...
১. ক্রিস্টাল পিয়ানো
এই পিয়ানোর পুরো শরীরটাই তৈরি করা হয়েছিল ক্রিস্টাল দিয়ে। যার দাম ৩.২ মিলিয়ন ডলার। এটি পৃথিবীর সবথেকে দামী বাদ্যযন্ত্র।
২. ম্যাগনেটিক ফ্লোয়েটিক বেড
এই বিছানা সাধারণত মাটি থেকে ১.২ ফুট উঁচুতে অবস্থিত। যা প্রায় ২ হাজার পাউন্ড ভার সহ্য করতে পারে। এর দাম ১.৬ মিলিয়ন ডলার।
৩. ডেড শার্ক
এই শার্ক হল একটি আর্ট পিস। যা টাইগার শার্ক নামেও পরিচিত। এটি একটি ট্যাঙ্কে ফর্মালডিহাইডের মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে। যার দাম ১২ মিলিয়ন ডলার।
৪. ভিলা লিওপল্ডা
এই বাড়িটি হল পৃথিবীর মধ্যে দ্বিতীয় দামী বাড়ি। যার দাম ৫০৬ মিলিয়ন ডলার।
৫. সোনা দিয়ে তৈরি বাগাত্তি ভেরণ
এই গাড়িটি তৈরি করা হয়েছে সোনা দিয়ে। যার দাম ১০ মিলিয়ন ডলার। এর একজন মালিক হলেন ফ্লো রিডা এবং কিছু কোটি পতিরা। গতির দিক থেকে এই গাড়িকে কেউই টক্কর দিতে সক্ষম হয় না।
৬. পাথর দিয়ে তৈরি ঘড়ি। যার দাম ২৫ মিলিয়ন ডলার। পুরো ঘড়িটাই দামী পাথর দিয়ে তৈরি করা হয়েছে।
৭. 'রাহিন ২' ছবি
জার্মান শিল্পী অ্যানড্রিয়াস গুরস্কি ১৯৯৯ সালে এই ছবি বানিয়েছিলেন। যার দাম ছিল ৪.৩ মিলিয়ন ডলার।
৮. গারকন এ লা পাইপ
১৯০৫ সালে পাবলো পিকাসো এই ছবিটি বানিয়েছিলেন। যেখানে একজন পার্সিয়ান ছেলেকে হাতে পাইপ নিয়ে দেখতে পাওয়া যায়। যার দাম ১০৪ মিলিয়ন ডলার।
৯. হিরে দিয়ে তৈরি প্যানথার ব্রেসলেট
এই ব্রেসলেটটি প্রেমের প্রতিক হিসেবে কাজ করে। যেটি এডওয়ার্ড ৮ এবং ওয়ালিস সিম্পসন পড়েছিলেন। যার দাম ১২.৪ মিলিয়ন ডলার।
১০. হুয়া পাখির পালক
হুয়া পাখির পালকের দাম ১০ হাজার মিলিয়ন ডলার।
১১.মনহাত্তনে গাড়ি রাখা
ভাবতে পারেন কেবলমাত্র গাড়ি রাখতে গেলে দিতে হবে ১ মিলিয়ন ডলার।
১২. গোলাপি হিরে
১৪ ক্যারেটের গোলাপি হিরে। যার দাম ২৩ মিলিয়ন ডলার।
১৩. ফারারি
১৯৬৩ সালের ফারারি। যার দাম ৫২ মিলিয়ন ডলার। ৫০ শতাংশ দাম কমে এই দাম দাঁড়িয়েছে।
১৪. কার্ড প্লেয়ারদের ছবি
কাতারে একটি রাজ পরিবার এই ছবিটি কিনেছিলেন। কিন্তু তারপর এই ছবির দাম ওঠে ২৬০ মিলিয়ন ডলার। ছবিটি এঁকেছিলেন ফরাসী শিল্পী পল কেজানে।