আনারস-ডাবের শরবত

জামাইষষ্ঠী এসে গেল। জামাইকে কী কী খাওয়াবেন ঠিক করে ফেলেছেন তো? জামাই এলেই আপ্যায়ন করুন আনরস-ডাবের শরবত দিয়ে।

Updated By: May 18, 2015, 06:38 PM IST
আনারস-ডাবের শরবত

ওয়েব ডেস্ক: জামাইষষ্ঠী এসে গেল। জামাইকে কী কী খাওয়াবেন ঠিক করে ফেলেছেন তো? জামাই এলেই আপ্যায়ন করুন আনরস-ডাবের শরবত দিয়ে।

কী কী লাগবে-

আনারসের রস-৩/৪ কাপ বা ১৮০ মিলি
ডাবের জল-১/২ কাপ বা ১২০ মিলি
আদার রস-১/২ চা চামচ
মধু-১ চা চামচ(প্রয়োজন পড়লে)
লেবু-১টা

কীভাবে বানাবেন-

আনারসের রস, ডাবের জল, আদার রস ও বরফ একসঙ্গে ব্লেন্ডারে মিশিয়ে নিন। ভাল করে ঝাঁকিয়ে নিয়ে মধু মিশিয়ে নিন। যদি আনারস খুব মিষ্টি হয় তাহলে মধু মেশানোর দরকার নেই। গ্লাসের মধ্যে বরফের কিউব দিয়ে আনারস-ডাবের রসের মিশ্রণ ঢালুন। ইচ্ছা হলে লেবুর রস মিশিয়ে পরিবেশন করুন।

 

.