PF Update: সুদ কমল পিএফ-এর; ৪০ বছরে সুদের হার সব চেয়ে কম!
শনিবার ইপিএফও (EPFO)-এর সেন্ট্রাল বোর্ড (central board of trustees)-এর মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: মধ্যবিত্তের মাথায় হাত। শনিবার কর্মচারী ভবিষ্যনিধির জন্য হতাশাজনক খবর। ফের কমল সুদ। কমে যা দাঁড়াল তা দশকের সব চেয়ে কম। বলা হচ্ছে, গত ৪০ বছরের মধ্যে সব চেয়ে কম। ইপিএফও-এর সেন্ট্রাল বোর্ড এর মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে।
কত হল সুদের হার?
এই অর্থবর্ষে ইপিএফ-এর সুদ দাঁড়াল ৮.১ শতাংশ। গত অর্থবর্ষে ইপিএফ-এর সুদ নির্ধারিত হয়েছিল ৮.৫ শতাংশ। সেটা ছিল ২০২০-২১ অর্থবর্ষ।
কেন এ ভাবে বারবার কোপ পড়ছে কর্মচারী ভবিষ্যনিধির সুদে?
আসলে কোভিড-কারণে সঙ্কটে পড়েছিল অর্থনীতি। অন্তত তেমনই পর্যবেক্ষণ ছিল সংশ্লিষ্ট মহলের। সেই কারণেই এই সুদ-সংকোচন। গত কয়েক বছর ধরেই দেশের অর্থ মন্ত্রক ইপিএফ-এর তুলনামূলক ভাবে 'হাই ইন্টারেস্ট রেট'-এর যাথার্থ্য নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছিল। তারা পরামর্শ দিচ্ছিল-- এই সুদের হার ৮-এর ঘরে টেনে আনা হোক। যা অন্য অন্য আর্থিক ক্ষেত্রের দেয় সুদের হারের সঙ্গে সাযুজ্যপূর্ণ হবে।
আরও পড়ুন: Surya Grahan: বছরের প্রথম সূর্যগ্রহণ বৃষরাশিতে; কবে কোথা থেকে কখন দেখা যাবে এই গ্রহণ?