প্যারিসে খুলে গেল নুডিস্ট পার্কের দরজা

Updated By: Aug 31, 2017, 07:33 PM IST
প্যারিসে খুলে গেল নুডিস্ট পার্কের দরজা

ওয়েব ডেস্ক: নগ্নতাবাদীদের জন্য প্যারিসে তৈরি হল প্রথম পার্ক। ফ্রান্সের রাজধানীর উপকণ্ঠে বিচ্ছিন্ন এলাকায় তৈরি এই নুডিস্ট পার্কের নাম- বয়ইস ডি ভিনসিনেস। প্যারিস প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, নগ্নতাবাদীদের সম্মান জানাতে এবং তাঁরা যাতে এই পার্কে স্বচ্ছন্দ্য বোধ করেন তা সুনিশ্চিত করতে এখানে 'voyeurism' চলবে না। অর্থাত্, অপরের যৌনক্রিয়া বা যৌনাঙ্গ দেখে যৌন তৃপ্তিলাভকারী ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না এই 'নুডিস্ট পার্কে'। প্যারিস নেচারিস্ট অ্যাসোসিয়েশনের এক সদস্য এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, "এই পদক্ষেপের মধ্যে দিয়ে শহরটির উদার মনস্কতার পরিচয় মেলে এবং এই পার্ক নগ্নতা সম্পর্কে মানুষের ধারনা বদলাতে সাহায্য করবে"।  

প্যারিস প্রশাসনের এই 'নুডিস্ট পার্ক' তৈরির পদক্ষেপ যে কেবল প্রশংসিতই হচ্ছে সেটা মনে করা ঠিক হবে না। গত বছর প্যারিস পুর কর্তৃপক্ষ তাঁদের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আনতেই এক 'সেন্টারিস্ট' রাজনীতিক একে 'পাগলামো' বলে সমালোচনা করেন। উল্লেখ্য, প্যারিসে বর্তমানে একটি গণ জলাশয় রয়েছে যেখানে সপ্তাহে ৩ বার নগ্ন হয়ে সাঁতার কাটার ব্যবস্থা রয়েছে। (আরও পড়ুন- সুসম্পর্কের জন্য চাই 'কাডলিং')

.