দীপাবলি স্পেশ্যাল: অরেঞ্জ পিল ক্যান্ডেল
দীপাবলি মানেই রংবেরঙের মোমবাতি আর প্রদীপ। তবে যদি একটু অন্যরকম ভাবে বাড়ি সাজিয়ে সবাইকে চমকে দিতে চান, তাহলে নিজেই বানিয়ে ফেলতে পারেন নানারকম ক্যান্ডেল। বানাতে লাগবে শুধু কমলালেবু।
দীপাবলি মানেই রংবেরঙের মোমবাতি আর প্রদীপ। তবে যদি একটু অন্যরকম ভাবে বাড়ি সাজিয়ে সবাইকে চমকে দিতে চান, তাহলে নিজেই বানিয়ে ফেলতে পারেন নানারকম ক্যান্ডেল। বানাতে লাগবে শুধু কমলালেবু।
কী কী লাগবে
কমলালেবু-৬টা
ধারালো ছুরি
ক্যাস্টার অয়েল-২০ টেবিল চামচ
কীভাবে বানাবেন
১.ছুরি দিয়ে আলতো করে লম্বালম্বি চিরে নিন। এইভাবে খোসা কমলালেবুর কোয়া থেকে ছেড়ে আসবে।
২.কমলালেবুর খোসা দুটো সমান টুকরোয় ভাগ করে নিন। খেয়াল রাখবেন কমলালেবুর সাদা স্টেম যাতে অক্ষুণ্ণ থাকে।
৩.এবারে স্টেম ছাড়া টুকরোটার ওপরে ছুরি দিয়ে কেটে ছোট ছোট পছন্দ মত ডিজাইন করে নিন।
৪.অন্য খোসার টুকরোয় ৩ টেবিল চামচ তেল ঢেলে সাদা স্টেমে দেশলাই দিয়ে আগুন জেলে নিন।
৫.সবশেষে ডিজাইন করা টুকরো দিয়ে বাকিটা ঢেকে দিলেই তৈরি হয়ে যাবে ক্যান্ডেল।