এ ছবি কি কেবলই ছবি?
একটা ছবি আর হাজার শব্দ, সমান। আপনি বিশ্বাস করেন? একটা ছবি যা আপনার মনকে আনন্দ দেয়, চোখকে শান্তি দেয় সেই ছবিটা কি আদৌ শব্দের থেকেও বেশি শক্তিশালী? উত্তরটা হ্যাঁ, যদি ছবিটা আপনাকে ভাবায়। দেখে আনন্দ দেওয়ার সঙ্গেই যখন ছবি আপনার চেতনায় 'চৈতন্য' এনে দেবে তখনই তা ছবি, বা ছবির থেকেও বেশি কিছু। দক্ষিণ আফ্রিকায় এমনই এক দৃশ্য তুলে ধরল নিউ ইয়র্ক টাইমস। দেখে নিন সেই ছবি আর ভাবুন-
ওয়েব ডেস্ক: একটা ছবি আর হাজার শব্দ, সমান। আপনি বিশ্বাস করেন? একটা ছবি যা আপনার মনকে আনন্দ দেয়, চোখকে শান্তি দেয় সেই ছবিটা কি আদৌ শব্দের থেকেও বেশি শক্তিশালী? উত্তরটা হ্যাঁ, যদি ছবিটা আপনাকে ভাবায়। দেখে আনন্দ দেওয়ার সঙ্গেই যখন ছবি আপনার চেতনায় 'চৈতন্য' এনে দেবে তখনই তা ছবি, বা ছবির থেকেও বেশি কিছু। দক্ষিণ আফ্রিকায় এমনই এক দৃশ্য তুলে ধরল নিউ ইয়র্ক টাইমস। দেখে নিন সেই ছবি আর ভাবুন-
African photography comes of age with @lagosphotofest https://t.co/nMWUZAZP3y pic.twitter.com/iNnyaj0L7r
— NYT Photo (@nytimesphoto) October 23, 2015
ইতিহাস বলে, ছবিই নাকি পৃথিবীর সবথেকে প্রাচীন শিল্প। সেটা অবশ্যই আঁকা। দিন বদলের দিন গুলোর সঙ্গেই বিপ্লব এসেছে প্রযুক্তিতেও। এখন চলমানও। তবে ভাবতে হবে ছবির আসল সাবজেক্ট। চারকোণা ফ্রেমের মধ্যে যেটা বন্দি হচ্ছে, সেটা আসলে কী? তবেই না শিল্প আর শিল্প ভাবনার সঙ্গেই চেতনার চৈতন্য। কখনও ভেবে দেখেছেন বার্বি যে পোশাকটা পরে টেলিভিশনের পর্দায় আসে সেটা পরে আছেন আপনিও, কিন্তু সেটা তৈরি আবর্জনা দিয়ে। আর সেটা পরেই আপনি ছবি তুলছেন। না ভাবলে আরও একবার ছবিটা দেখুন আর ভাবুন। 'রিসাইকেল অব লাইফ'। জন্ম-মৃত্যু আবারও জন্ম। বিনাশেই সৃষ্টি। ব্যাপারটা এমনই। যা তৈরি হবার পর বজ্র পদার্থ হয়ে যায়, তাই আবার ব্যবহারের উপযোগী করা যায়।