New LPG Connections: আরও মহার্ঘ গ্যাস! এবার থেকে নতুন সংযোগ নিলে দিতে হবে বেশি টাকা
প্রাথমিক ভাবে আরও মহার্ঘ হচ্ছে গ্যাস। বিভিন্ন অয়েল মার্কেটিং কোম্পানি নতুন গ্যাস সংযোগ দেওয়ার ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিট অনেক বাড়িয়ে দিয়েছে।
নিজস্ব প্রতিবেদন: এতদিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঘটছিল। তাতেই নাভিশ্বাস উঠছিল মধ্যবিত্তের। এর পাশাপাশি এবার নতুন গ্যাস সংযোগেরও খরচ বাড়ছে। অর্থাৎ, প্রাথমিক ভাবে আরও মহার্ঘ হচ্ছে গ্যাস। বিভিন্ন অয়েল মার্কেটিং কোম্পানি নতুন গ্যাস সংযোগ দেওয়ার ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিট অনেক বাড়িয়ে দিয়েছে।
আজ, বৃহস্পতিবার ১৬ জুন থেকে নতুন এলপিজি কানেকশনের (১৪.২ কেজির ক্ষেত্রে) সিকিউরিটি ডিপোজিট ১৪৫০ টাকা থেকে বেড়ে ২২০০ টাকা হতে চলেছে। ৫ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে ৮০০ টাকার বদলে এখন দিতে হবে ১৫০০ টাকা। গ্যাস সংযোগের পাশাপাশি বাড়ছে রেগুলেটরের দামও। ১৫০ টাকার জায়গায় এখন থেকে ২৫০ টাকা। আপাতত গ্যাস সিলিন্ডারের দাম আলাদা করে বাড়েনি। এইটুকুই যা স্বস্তির।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুয়া: Russia-Ukraine War: তা হলে কি যুদ্ধ বন্ধের কোনও আশাই নেই? ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা বাইডেনের