Stock Market Update: ফেডেরাল রিজার্ভের সিদ্ধান্তের প্রভাব বিশ্ব বাজারে, সেনসেক্স বাড়ল ৪৫০ পয়েন্ট

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবেলার জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেড রিজার্ভ ২৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি সুদ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। সুদের হার ০.৭৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এতে আমেরিকায় সুদের হার বেড়ে হয়েছে ১ দশমিক ৭৫ শতাংশ।

Updated By: Jun 16, 2022, 10:29 AM IST
Stock Market Update: ফেডেরাল রিজার্ভের সিদ্ধান্তের প্রভাব বিশ্ব বাজারে, সেনসেক্স বাড়ল ৪৫০ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদনঃ আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার বাড়ানোর পর বিশ্ব বাজারে কিছুটা সংশোধন হয়েছে। আমেরিকাসহ বিশ্ববাজারের প্রভাব ভারতীয় শেয়ারবাজারেও দেখা গিয়েছে। লেনদেনের শুরুতে, ৩০-পয়েন্টের সেনসেক্স দেশীয় স্টক মার্কেটে প্রায় ৪৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৩,০১৮.৯১ স্তরে খোলে। একই সময়ে, ৫০-পয়েন্টের নিফটিও ১৪০ পয়েন্ট বেড়ে ১৫,৮৩২.২৫ স্তরে খোলে। প্রাথমিক বাণিজ্যে, সেনসেক্সের ৩০টির মধ্যে ২৯টি স্টক সবুজ মার্কে ব্যবসা করেছে।

অন্যদিকে ইউএস ফেডের নীতির পরে আমেরিকা সহ বিশ্বের শেয়ারবাজারে ভালো মেজাজ দেখা গেছে। মার্কিন বাজারের ডাওয়ে গত ৫ দিনের পরে পতন বন্ধ হয়েছে। ডাও ৮২৫ পয়েন্টের রেঞ্জে লেনদেনের পরে ৩০০ পয়েন্টের উপরে বন্ধ হয়েছে। Nasdaq ২.৫ শতাংশ বেড়েছে। ইউরোপের বাজারে ১.৫ শতাংশ বৃদ্ধি দেখা গেছে।

যেরকম মনে করা হচ্ছিল ফেডারেল রিজার্ভ সেইরকম কাজই করেছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবেলার জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেড রিজার্ভ ২৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি সুদ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। সুদের হার ০.৭৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এতে আমেরিকায় সুদের হার বেড়ে হয়েছে ১ দশমিক ৭৫ শতাংশ। 

আরও পড়ুনঃ Snana Yatra: কলকাতার ইসকনে শ্রদ্ধার সঙ্গে অনুষ্ঠিত হল স্নানযাত্রা; এসে গেল রথযাত্রা

ইউএস ফেড মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ১৯৯৪ সালের পর প্রথমবার এত বড় সুদবৃদ্ধি করেছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক এর আগে ১৯৯৪ সালের নভেম্বরে সুদের হারে এত বড় বৃদ্ধি করেছিল। মে মাসে, আমেরিকার মুদ্রাস্ফীতির হার ৪০ বছরের শীর্ষ স্তরে পৌঁছেছে।

এর আগে বুধবার দেশীয় শেয়ারবাজারে টানা চতুর্থ লেনদেন সেশনে পতন হয়। বিদেশী বিনিয়োগকারীদের ক্রমাগত বিক্রির কারণে, সেনসেক্স ১৫২ পয়েন্ট কমে গত দশ মাসের সর্বনিম্ন স্তরে নেমেছে। ট্রেডিং সেশন শেষে, ৩০-পয়েন্টের সেনসেক্স ১৫২.১৮ পয়েন্ট কমে ৫২,৫৪১.৩৯ পয়েন্টে পৌঁছেছে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৩৯.৯৫ পয়েন্ট হারিয়ে ১৫,৬৯২.১৫ পয়েন্টে বন্ধ হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.