'তুমি শুনেছো কি...' পৃথিবীর গান!

মহাকাশে  চিত্কার করলে নাকি কোনও আওয়াজ শোনা যায় না। কিন্তু নাসা আবিস্কার করেছে এক মধুর শব্দ যা নাকি পৃথিবীর কন্ঠ থেকে অবিরাম বেরিয়ে আসছে। এই কোরাস শব্দকে বলা হচ্ছে 'পৃথিবীর গান'।

Updated By: Oct 21, 2014, 02:54 PM IST

 

ওয়েব ডেস্ক: মহাকাশে চিত্কার করলে নাকি কোনও আওয়াজ শোনা যায় না। কিন্তু নাসা আবিস্কার করেছে এক মধুর শব্দ যা নাকি পৃথিবীর কন্ঠ থেকে অবিরাম বেরিয়ে আসছে। এই কোরাস শব্দকে বলা হচ্ছে 'পৃথিবীর গান'।

ইউনিভারসিটি অফ লোয়ার বিজ্ঞানী ক্র্যাগ ক্লেটজিঙ জানিয়েছেন, "এই শব্দ একটি কোরাস। পরিস্কার আমাদের কানে ধরা পড়েছে এই শব্দ"। এই কোরাস শব্দ হল ইলেকট্রোম্যাগনেটিক প্লাজমা তরঙ্গ যা পৃথিবীর রেডিয়েশন বেল্ট থেকে নির্গত হয়। হ্যাম রেডিও থেকে এই ধরণের শব্দ ধরা পড়েছে। নাসার এই নিয়ে গবেষণা চলছে পৃথিবীর রেডিয়েশন বেল্টের কোন জায়গা থেকে নির্গত হচ্ছে এই কোরাস শব্দ। তার জন্য ক্লেটজিঙের এক বিজ্ঞানী দল তৈরি করেছে "EMFISIS" (Electric and Magnetic Field Instrument Suite and Integrated Science)।

কোরাস এক ধরনের রেডিও তরঙ্গ যা স্পন্দিত হয় অ্যাকোয়াস্টিক কম্পাঙ্কে ( ০ থেকে ১০ KHz)। ক্লেটজিঙদের তৈরি EMFISIS এই ধরনের শব্দ ধরতে সক্ষম।

ডাউনলোড করুন "পৃথিবীর গান"

 

.