সমকামী ছেলের জন্য ম্যাট্রিমনিয়াল সাইটে পাত্রের খোঁজে বিজ্ঞাপন দিলেন মা
সব মায়েদের স্বপ্ন থাকে ছেলের বিয়ে দেওয়ার। তেমনই স্বপ্ন রয়েছে পদ্মা আইয়ারেরও। তবে পার্থক্য রয়েছে তার স্বপ্নে। নিজের সমকামী ছেলের জন্য পাত্রের বিজ্ঞাপন দিয়েছেন পদ্মা।
ওয়েব ডেস্ক: সব মায়েদের স্বপ্ন থাকে ছেলের বিয়ে দেওয়ার। তেমনই স্বপ্ন রয়েছে পদ্মা আইয়ারেরও। তবে পার্থক্য রয়েছে তার স্বপ্নে। নিজের সমকামী ছেলের জন্য পাত্রের বিজ্ঞাপন দিয়েছেন পদ্মা।
মঙ্গলবার তার পদ্মার ম্যাট্রিমনিয়াল বিজ্ঞাপন প্রকাশিত হওয়ায় পরই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তার ছেলে হরিশ আইয়ার মুম্বইয়ের এলজিবিটি কমিউনিটির পরিচিত নাম। ইউনাইটেড ওয়ে অফ মুম্বই নামক এনজিওর ডিরেক্টর ৩৬ বছরের হরিশ এলজিবিটি কমিউনিটির কাজকর্মের সঙ্গেও ওতপ্রোত ভাবে জড়িত। পদ্মা জানালেন, "আমার বয়স হচ্ছে। আমার জীবন শেষ হওয়ার আমার ছেলের একজন সঙ্গী পাওয়া খুব জরুরি।" সমকামীদের জন্য স্পেশাল ম্যাট্রিমনিয়াল ফোরাম শুরু করার কথাও ভেবেছেন পদ্মা।
মঙ্গলবার পদ্মার প্রকাশিত বিজ্ঞাপন বলছে, "আমার এনজিওতে কর্মরত ছেলের(৩৬, ৫'১১") জন্য ২৫ থেকে ৪০ বছরের মধ্যে সুপ্রতিষ্ঠিত, পশুপ্রেমী, নিরামিশাষি পাত্র চাই।"