বর্ষায় কী পরবেন? কী সাজবেন? জেনে নিন মনসুন ফ্যাশন ট্রেন্ড
বর্ষা মানেই না চাইতেও অবধারিত বৃষ্টিতে ভেজা। অনেক সময়ই সেই ভেজা পোশাকেই থাকতে হয় সারাদিন। তাতে ভাল জামা নষ্ট হওয়ার ভয় অনেকেই এই সময়টা ঝড়তি পড়তি পোশাক পরে কাটিয়ে দেন। তাতে বাড়ে অবসাদ। বর্ষাকালে তাই আরামদায়ক পোশাক পরার সঙ্গে সঙ্গেই রঙের দিকেও নজর দেওয়া উচিত্।
ওয়েব ডেস্ক: বর্ষা মানেই না চাইতেও অবধারিত বৃষ্টিতে ভেজা। অনেক সময়ই সেই ভেজা পোশাকেই থাকতে হয় সারাদিন। তাতে ভাল জামা নষ্ট হওয়ার ভয় অনেকেই এই সময়টা ঝড়তি পড়তি পোশাক পরে কাটিয়ে দেন। তাতে বাড়ে অবসাদ। বর্ষাকালে তাই আরামদায়ক পোশাক পরার সঙ্গে সঙ্গেই রঙের দিকেও নজর দেওয়া উচিত্।
জেনে নিন মনসুন ২০১৫ ফ্যাশন ট্রেন্ড-
রঙ-বর্ষাকালে সবসময় উজ্জ্বল রঙের পোশাক পরুন। হলুদ, লাল, কমলা, সবুজ, নীল যেকোনও রঙ পরতে পারেন। খেয়াল রাখবেন রঙের শেড যেন উজ্জ্বল হয়। এড়িয়ে চলুন সাদা, কালো, ধুসর।
ঝুল-বর্ষাকালে শাড়ি, সালওয়ার, জিনস এড়িয়ে চলুন। কাদা লেগে পোশাক তো নষ্ট হয়ই, সারাদিন ভেজা পায়ে থাকলে ঠান্ডা লাগতে বাধ্য। বরং বর্ষাকালে ছোট বা মাঝারি ঝুলের স্কার্ট, ড্রেস, হট প্যান্ট, ক্যাপ্রি বা মিড লেংথ লেগিংস পরার চেষ্টা করুন।
অ্যাকসেসরিজ-নিওন রঙের ওয়াটারপ্রুফ ব্যাগ, রেনকোট, ছাতা এখন দারুণ রকম ফ্যাশন ট্রেন্ড।
জুতো-ফ্যান্সি ফ্লিপ ফ্লপ বা পিপ টো জুতো বর্ষার জন্য আদর্শ। ভিজে গেলেও অসুবিধা নেই, আবার পা ঢাকা থাকায় বর্ষার জমা জল থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কম।