জন্মদিনে নতুন করে সাজল নতুন প্রজন্মের মিত্র ক্যাফে

সবার কাছেই নিজের জন্মদিনটাই সব থেকে বড়দিন। তবে এবার জন্মদিন আর বড়দিনের আনন্দ মিলেমিশে একাকার হয়ে গেল মিত্র ক্যাফের বাগুইআটি শাখায়। নতুন পদ আর পরিবেশনের অভিনবত্বে রীতিমতো নজর কেড়েছে মিত্র ক্যাফে।

Updated By: Dec 22, 2014, 11:57 PM IST
জন্মদিনে নতুন করে সাজল নতুন প্রজন্মের মিত্র ক্যাফে
photo courtesy: presentedbyp.blogspot.com

ওয়েব ডেস্ক: সবার কাছেই নিজের জন্মদিনটাই সব থেকে বড়দিন। তবে এবার জন্মদিন আর বড়দিনের আনন্দ মিলেমিশে একাকার হয়ে গেল মিত্র ক্যাফের বাগুইআটি শাখায়। নতুন পদ আর পরিবেশনের অভিনবত্বে রীতিমতো নজর কেড়েছে মিত্র ক্যাফে।

মিত্র ক্যাফে মানেই ব্রেনচপ, ফিসফ্রাই, কবিরাজি। মিত্র ক্যাফে মানেই শোভাবাজারের ছোট্ট একফালি দোকান। তবে ছবি দেখে ভাবছেন তো এবার কোন মিত্র ক্যাফে? ঘাবড়াবেন না, এটা সেই পুরনো মিত্র ক্যাফে। শুধু আঙ্গিকে নতুন। ঠিক একবছর আগে এই দিনেই পথ চলা শুরু করেছিল মিত্র ক্যাফের বাগুইহাটির এই শাখা। তাই প্রথম জন্মদিনটা একটু স্পেশাল তো বটেই। মেনুতে ক্যাফের সিগনেচার ডিস তো রয়েইছে। এরসঙ্গে যোগ হয়েছে নিত্যনতুন পদও।

সামনেই বড়দিন। তাই খাবার পরিবেশনের ক্ষেত্রেও রয়েছে নতুন চমক। সব মিলিয়ে এক কথায় বলতেই হবে জেন ওয়াইয়ের সঙ্গে তাল মিলিয়ে মডার্ণ হচ্ছে মিত্র ক্যাফে।

 

.