দেখুন মল্লিকা শেরওয়াতের শরীরচর্চার ভিডিও

সেই ইমরান হাসমির সঙ্গে মার্ডার দিয়ে শুরু। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় এক যুগ। সময়ের সঙ্গে সঙ্গে অনেককিছুরই বদল হয়েছে। পরিবর্তন হয়েছে মল্লিকা শেরওয়াতের কেরিয়ারেরও। এখন তাঁকে বলিউড ফিল্মে দেখা যায় কম। বরং, অনেক হলিউড মুভিতেই দেখা যায় তাঁকে।

Updated By: Mar 10, 2016, 04:37 PM IST
দেখুন মল্লিকা শেরওয়াতের শরীরচর্চার ভিডিও

ওয়েব ডেস্ক: সেই ইমরান হাসমির সঙ্গে মার্ডার দিয়ে শুরু। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় এক যুগ। সময়ের সঙ্গে সঙ্গে অনেককিছুরই বদল হয়েছে। পরিবর্তন হয়েছে মল্লিকা শেরওয়াতের কেরিয়ারেরও। এখন তাঁকে বলিউড ফিল্মে দেখা যায় কম। বরং, অনেক হলিউড মুভিতেই দেখা যায় তাঁকে।

একটা জিনিসের অবশ্য বদল হয়নি মল্লিকা শেরওয়াতের। তা হলো, তাঁর 'হট ফিগারের'! কিন্তু মল্লিকা শেরওয়াতের এই শরীরী সৌন্দর্যের রহস্য কী? এই বিষয়ে অভিনেত্রী আগে অনেকবারই তাঁর ডায়েট চার্টের কথা বলেছেন। এবার সোশ্যাল মিডিয়ায় মল্লিকা দিয়েছেন তাঁর জিমে শরীরচর্চা করার ভিডিও। উদ্দেশ্য তাঁর ভক্তদের আরও বেশি সচেতন করে তোলা। তাই নিচের লিঙ্কে ক্লিক করে মল্লিকা শেরওয়াতের শরীরচর্চা দেখুন। আর নিজে আরও শরীর সচেনতন হন।

 

.