মঙ্গলে প্রাণের অস্তিত্ব গবেষণায় নতুন জীবাশ্মের সন্ধান দিল কিউরিসিটি
স্বপ্ন কী সত্যি বাস্তবায়িত হচ্ছে? স্যোশাল মিডিয়া থেকে পাড়ার রকে কাল্পনিক আড্ডায় মশগুল থাকতে আমরা ভালবাসি, সেই গল্প কী সত্যি হচ্ছে? লালগ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে এমনই অনুমান করছে মার্স কিউরিসিটি রোভারস।
ওয়েব ডেস্ক: স্বপ্ন কী সত্যি বাস্তবায়িত হচ্ছে? স্যোশাল মিডিয়া থেকে পাড়ার রকে কাল্পনিক আড্ডায় মশগুল থাকতে আমরা ভালবাসি, সেই গল্প কী সত্যি হচ্ছে? লালগ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে এমনই অনুমান করছে মার্স কিউরিসিটি রোভারস।
মঙ্গলের কঠিন পাথরে এমন কিছু জীবাশ্ম পাওয়া গেছে যা দেখতে কিছুটা কুমীরের মতো। কিউরিসিটির জ্যোর্তিবিজ্ঞানী জো হোয়াইট লক্ষ্য করেছেন কুমীরের মতো দেখতে কিছু জীবাশ্ম ছড়িয়ে রয়েছে চারদিকে। বিজ্ঞানীরা মনে করছেন, বস্তুটি নয় জীবাশ্ম অথবা ফ্রোজেন পরিণত হয়েছে। কিউরিসিটি মাস্ট ক্যামের ডান দিক থেকে ছয় ফুট উচ্চতায় তোলা এইসব ছবি।
যদিও প্রশ্ন উঠছে, ২.৫ বিলিয়ন মার্কিন ডলার খরচা করে মঙ্গলে পাঠানো হয়েছে কিউরিসিটিকে, যেখানে স্বাভাবিকভাবেই প্রত্যাশা নতুন খবরে সন্ধান আনার। তাই ছবিগুলো বিষয়ে সরকারিভাবে নাসার তরফ থেকে কিছু জানানো হয়নি।