বাবা দিবসে এবার ভার্চুয়াল বাবার সঙ্গে কথা বলুন!

Updated By: Jun 19, 2016, 04:25 PM IST
বাবা দিবসে এবার ভার্চুয়াল বাবার সঙ্গে কথা বলুন!

ওয়েব ডেস্ক:
সন্তান: বাবা, আমার ACটা সারিয়ে দিতে হবে।
বাবা: কিছু কাজ তো নিজে অন্তত কর।

সন্তান: বাবা, কয়েকটা নতুন জামা কিনব।
বাবা: কী! তুমি কী বাড়িতে বুটিক খুলবে!

সন্তান: ও বাবা, একটা নতুন ফোন কিনে দাও না...
বাবা: পয়সা কী উড়ছে যে পেড়ে এনে কিনে দেব!...

আরে এইরকম কথাবার্তাই তো হয় আপনার আর আপনার বাবার মধ্যে। শুধু আপানাদের নয়, এটাই অধিকাংশ ভারতীয় বাবা-সন্তানের কথোপকথনের উদাহরণ। বাবা হলেন ছেলেবেলার সেই উঠোনটা যার উপর সব চাহিদা মেলে ধরা যায়। আর, সেই ছাঁদটাও যেটা ঝড়-জল-রোদ্দুর থেকে বাঁচায়।

সেই ব্যাপারটাকে মাথায় রেখেই Haptik Virtual Assistant নিয়ে এসেছে এই অভিনব ভাবনা। Haptik অ্যাপটা ডাউনলোড করলেই  আজকের 'ফাদার্স ডে' তে আপনি এই সব প্রশ্ন করতে পারবেন 'ভার্চুয়াল' বাবাকে। আর পাবেন নানান মজার মজার উত্তর যা আপনার শৈশবকে মনে পড়াতে বাধ্য। বিশেষত যারা বাবার কাছ থেকে দুরে রয়েছেন তাঁরা তো একপশলা ছেলেবেলাকে পেয়ে আনন্দ পাবেনই। আর যারা বাবার কাছেই আছেন, তারা বাপ-ব্যাটাও হাসবেন হা...হা...করে।

.