মৃত্যুর কোলে মাথা রেখে 'পৃথিবীর নক্ষত্র'রা যে 'শক্তি'র বন্ধনী রেখে গিয়েছেন

'নদী নদী নদী, সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর'  শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এই লাইনটাই আঁকা বাঁকা লাইনে লেখা ছিল ধূপগুড়ির ওই ছোট্ট মেয়েটির ভৌতবিজ্ঞান খাতার শেষ পাতায়। প্রথমে ধর্ষণ, তারপর খুন। থুতু চাটার নির্দেশ ছিল, মানেনি সে। শিড়দাঁড়াটা সোজা রেখে প্রতিবাদ জানিয়েছিল, "কোনও অন্যায় করেনি"। পড়তে পড়তে লিখে গিয়েছিল 'শক্তি'র লাইন। ওই 'অপরাজিতা' 'জীবনে' নেই আছে 'শক্তি'তে।

Updated By: Nov 17, 2015, 02:39 PM IST
মৃত্যুর কোলে মাথা রেখে 'পৃথিবীর নক্ষত্র'রা যে 'শক্তি'র বন্ধনী রেখে গিয়েছেন

ওয়েব ডেস্ক: 'নদী নদী নদী, সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর'  শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এই লাইনটাই আঁকা বাঁকা লাইনে লেখা ছিল ধূপগুড়ির ওই ছোট্ট মেয়েটির ভৌতবিজ্ঞান খাতার শেষ পাতায়। প্রথমে ধর্ষণ, তারপর খুন। থুতু চাটার নির্দেশ ছিল, মানেনি সে। শিড়দাঁড়াটা সোজা রেখে প্রতিবাদ জানিয়েছিল, "কোনও অন্যায় করেনি"। পড়তে পড়তে লিখে গিয়েছিল 'শক্তি'র লাইন। ওই 'অপরাজিতা' 'জীবনে' নেই আছে 'শক্তি'তে।

মেয়েটির শেষ কথা শেষ প্রান্তে দাঁড়িয়ে জীবন শুরুর বার্তা দেয়। সে পেরেছে। ঠিক তেমনই আরও এমন কিছু শেষ উক্তি বিখ্যাত মানুষের মুখে শোনা গিয়েছিল। সেই শব্দবন্ধনী ভাষার ব্যাকরণ পাল্টে দিয়েছিল। তাদের কথা শুনলেই কেন জানি জীবনের স্ফুলিঙ্গ দাউ দাউ করে জ্বলে।  

মরণাপন্ন অবস্থায় পৃথিবীর নক্ষত্ররা যে যে শব্দ বন্ধনীগুলি দিয়ে গিয়েছেন, এমন কিছু কথা, শব্দ যা জীবনে 'শক্তি' জোগায়-

বব মার্লে (গায়ক)
"অর্থ দিয়ে জীবন কেনা যায় না।"

জ্যাক ড্যানিয়েল
"শেষ আরেকটা ড্রিংক, প্লিজ।"

লিওনার্দো দ্য ভিঞ্চি (চিত্রশিল্পী)
"আমি ঈশ্বর এবং মানবজাতিকে বিক্ষুব্ধ করেছি। কারণ আমার শিল্প সেই মাত্রায় পৌঁছায়নি, যতটা মাত্রা তার পাওয়া উচিত ছিল।"

সালভাদর ডালি (চিত্রশিল্পী)
"কোথায় আমার সময়?"

লিওনার্দো নিময় (পরিচালক)
"জীবন একটা সুসজ্জিত বাগান। সুন্দর মুহূর্ত অবশ্যই থাকবে কিন্তু তা সংরক্ষিত নয়। শুধুমাত্র স্মৃতি থেকে যায়।"  
 
অ্যালফ্রেড হিচকক (পরিচালক)
"শেষটা কেউই জানে না। মৃত্যুর পর কী হয়, তা জানতে একজনকে মৃত্যুবরণ করতেই হয়।"

জর্জ হ্যারিসন (গায়ক)
"একে অপরকে ভালবাসো।"

পাবলো পিকাসো (চিত্রশিল্পী)
"আমাকে পান করতে দাও। আমার শরীরের জন্য পান করতে দাও। তুমি জানো আমি আর পান করতে পারব না।"

কার্ট কোবিন (মিউজিসিয়ান)
"ফ্যাকাসে হওয়ার থেকে জ্বলে ওঠাই ভাল।"

উইনস্টন চার্চিল (মার্কিন রাষ্ট্রপতি)
"আমি সব কিছু থেকে বিরক্ত হয়ে পড়েছি।"

ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ (টাইটানিকের নাবিক)
"শিশু, মহিলাদের জন্য নিজের সব থেকে শ্রেষ্ঠটা দাও তারপর নিজেকে দেখো" (টাইটানিক ডোবার শেষ মুহূর্তে)    

কার্ল মার্কস্
"শেষ শব্দটা তাঁদের জন্য যারা বোকা, যারা বেশি কিছু বলেনি।"

.