লিপস্টিক বেশিক্ষণ স্থায়ী করার উপায়গুলো জেনে নিন
Updated By: Jul 23, 2017, 06:50 PM IST
ওয়েব: সুন্দর মানানসই পোশাক পরার সঙ্গে মানানসই লিপস্টিকও খুব জরুরি। আবার এও খেয়াল রাখা দরকার যেন লিপস্টিক তাড়াতাড়ি উবে না যায়। কিন্তু অনেকেরই লিপস্টির বেশিক্ষণ স্থায়ী করে না। কীভাবে লিপস্টিককে বেশিক্ষণ ঠোঁটে স্থায়ী করে রাখবেন, জেনে নিন-
১) লিপস্টিক ব্যবহার করার আগে এক্সফলিয়েটর ব্যবহার করুন। ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে ময়শ্চারাইজার জাতীয় লিপ বাম ব্যবহার করুন। তার উপর লিপস্টিক ব্যবহার করলে সারাদিন আপনার ঠোঁটে লিপস্টিক থাকবে।
২) ঠোঁটকে আরও সুন্দর করে তোলে লিপস্টিক । সেই লিপস্টিককে স্থায়ী করতে লিপস্টিক লাগানোর আগে রঙ মিলিয়ে লিপ লাইনার ব্যবহার করুন।
৩) লিপস্টিক ব্যবহারের পর লিপ প্রাইমার ব্যবহার করতে ভুলবেন না।
৪) লিপস্টিক ব্যবহার করার পর ব্লটিং পেপার দিয়ে অতিরিক্ত তেল শুষে নিন। তারপর ফের আরেকবার লিপস্টিক ব্যবহার করুন।