বিবাহিতদের চুম্বন আর বিয়ের আগের চুম্বন নিয়ে সমীক্ষায় উঠে এলো নতুন 'কিসসা'
চুম্বন নিয়ে নতুন সমীক্ষা। নতুন ফল। নতুন তথ্য। এবং অবাক করা। যদি নাও হয়, আপনাকে আপনার কথাও মনে করাবে। কীরকম? ব্রিটেনে একটি সমীক্ষা করা হয়েছে প্রায় সাড়ে চার হাজার কাপলকে নিয়ে। আর সেই সমীক্ষার পর যে তথ্য উঠে এসেছে, তাহলো-যতদিন বিয়ে টিয়ে হচ্ছে না, যতদিন প্রেমিক বা প্রেমিকা নতুন, চুম্বন ততদিনই ভালো লাগে। কিন্তু সঙ্গী একটু পুরোনো হয়ে গেলই, চুম্বন আর তেমন একটা হয় না। ২৫ শতাংশ মানুষ জানিয়েছেন যে, তাঁরা বিয়ের অনেক দিন পরেও চুম্বন করেন একে অপরকে। আর ৭৯ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা একে অপরকে অনেকক্ষণ, অনেকবার চুম্বন করেন। বলাইবাহুল্য তাঁরা কেউই বিবাহিত নন এবং তাঁদের সঙ্গী বা সঙ্গীনীও নতুন!
ওয়েব ডেস্ক: চুম্বন নিয়ে নতুন সমীক্ষা। নতুন ফল। নতুন তথ্য। এবং অবাক করা। যদি নাও হয়, আপনাকে আপনার কথাও মনে করাবে। কীরকম? ব্রিটেনে একটি সমীক্ষা করা হয়েছে প্রায় সাড়ে চার হাজার কাপলকে নিয়ে। আর সেই সমীক্ষার পর যে তথ্য উঠে এসেছে, তাহলো-যতদিন বিয়ে টিয়ে হচ্ছে না, যতদিন প্রেমিক বা প্রেমিকা নতুন, চুম্বন ততদিনই ভালো লাগে। কিন্তু সঙ্গী একটু পুরোনো হয়ে গেলই, চুম্বন আর তেমন একটা হয় না। ২৫ শতাংশ মানুষ জানিয়েছেন যে, তাঁরা বিয়ের অনেক দিন পরেও চুম্বন করেন একে অপরকে। আর ৭৯ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা একে অপরকে অনেকক্ষণ, অনেকবার চুম্বন করেন। বলাইবাহুল্য তাঁরা কেউই বিবাহিত নন এবং তাঁদের সঙ্গী বা সঙ্গীনীও নতুন!
ভিক্টোরিয়া মিলান এই সমীক্ষা চালিয়েছে। সংস্থার সিইও এবং প্রতিষ্ঠাতা ভিদাল বলেছেন, 'বিবাহিতরা চুম্বন করে অনেকটা অভ্যাসবশত। বলতে পারেন সেই চুম্বনে আবেগ থাকে অনেক। কিন্তু প্রেমিক-প্রেমিকার চুম্বনে অনেক বেশি উত্তেজনা থাকে।'