এই দশটা প্রশ্নের উত্তর দিয়ে জেনে নিন আপনার আই কিউ
পার্থ প্রতিম চন্দ্র
পরীক্ষা তো অনেক রকম করেন। চোখ পরীক্ষা, রক্ত পরীক্ষা, দাঁত পরীক্ষা। কিন্তু মস্তিষ্ক? হ্যাঁ। সেটাও পরীক্ষা করার প্রয়োজন আছে। নিন এই প্রশ্নগুলির উত্তর দিয়ে নিজের আই কিউটা একবার পরীক্ষা করে নিন। (উত্তর নিচে দেওয়া আছে)
১) দীপুর মায়ের তিন সন্তান। প্রথম সন্তানের নাম রাম, দ্বিতীয় সন্তানের নাম শ্যাম। তৃতীয় সন্তানের নাম কী?
২) মাউন্ট এভারেষ্ট আবিষ্কারের আগে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী ছিল?
৩) বাংলায় আমরা কোন শব্দের বানানটা সব সময় ভুল লিখি?
৪) একটা দৌড় প্রতিযোগিতায় আপনি দ্বিতীয় রানারকে টপকে গেলেন। আপনি এখন এই দৌড়ে কত নম্বরে আছেন?
৫) ডিমের কুসুমটা সাদা, নাকি ডিমগুলোর কুসুমটা সাদা। কোন কথাটা ঠিক?
৬) যদি কোনও বিমান ভারত আর পাকিস্তানের ঠিক সীমান্তে ভেঙে পড়ে। তাহলে বেঁচে থাকা মানুষদের কোন দেশে দাহ করা হবে?
৭) ধরুন আপনি একটা বাস চালাচ্ছেন। বাসটা প্রথম স্টপেজে থামল। সেই স্টপেজে দু জন নামল, তিনজন উঠল। পরের স্টপেজে ৬ জন নামল, দু জন উঠল। তার পরের স্টপেজে ১২ জন উঠল, ৯ জন নামল। বাসে উঠলেই ভাড়া ৬ টাকা। এখন বলুন তো বাস ড্রাইভারের নাম কী?
৮) মনে করুন আপনাকে অপহরণ করে একটা ঘরে আটকে রাখা হয়েছে। ঘর থেকে পালানোর তিনটে দরজা। একটার বাইরে দাউদাউ করে আগুন জ্বলছে, পালালেই গায়ে আগুন ধরে যাবে। দ্বিতীয় দরজার বাইরে ৫০ জন সশস্ত্র রক্ষী, পালালেই তারা খুন করে ফেলবে। তৃতীয় দরজার বাইরে তিন মাস কিছু না খাওয়া একটা সিংহ। পালাতে আপনাকে হবেই। তাহলে আপনি কোন দরজা দিয়ে পালাবেন?
৯) A হল B-এর বাবা। কিন্তু A, B-এর বাবা নয়। তাহলে B, A-এর কে হয়?
১০) আপনি জলের মধ্যে কী করে হাঁটবেন?
----------------------
উত্তর--
১) দীপু, ২) মাউন্ট এভারেষ্টই ছিল শুধু আবিষ্কার হয়নি, ৩) ভুল বানানটা আমরা সব সময় ভুল লিখি। ৪) দ্বিতীয় স্থানেই থাকবেন। কারণ আপনি দ্বিতীয় রানারকে টপকেছেন, প্রথম তো প্রথমেই আছে, ৫) দুইটোই ভুল, ডিমের কুসুমের রঙ হলুদ। ৬) আরে বাবা প্রশ্নটা ভাল করে দেখুন যারা বেঁচে আছে তাদের দাহ করতে যাবেন কেন?৭) বাস ড্রাইভার তো এখানে আপনি, তাই আপনার নামটাই বাসের ড্রাইভারের নাম হবে। ৮) তৃতীয় দরজা দিয়ে পালান। কারণ তিন মাস না খেলে সিংহ এমনিতেই মারা যাবে। মরা সিংহের পাশ দিয়ে পালাতে অসুবিধা হওয়ার কথা নয়, ৯) B হল A-এর মেয়ে, ১০) জলটাকে আগে বরফে পরিণত করলেই ওই জলের ওপর হাঁটা যাবে।
--------------
অন্তত তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিলে বুঝতে হবে আপনার মাথা সজাগ আছে, তবে আপনার ওপর কোনও মানসিক চাপ আছে। যদি আপনি অন্তত পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দেন তাহলে বলতে হবে আপনার মস্তিষ্ক দারুণ সজাগ আছে। সাতটা দিলে বুঝতে হবে আপনার বুদ্ধিমত্তা বাকিদের টেক্কা দেবে। তার বেশি হলে আপনি নিজেকে বুদ্ধিমান বলে দাবি করতেই পারেন।