মোবাইল ক্যামেরার ছবি তাক লাগালো দুনিয়াকে
এই ছবিগুলো দেখলে আপনার মধ্যে থাকা মিথ ভাঙতে বাধ্য। শুধু দামী, ভাল পেশাদার ক্যামেরা থাকলেই কেউ ফোটোগ্রাফার হয় এমন ধারনাটা আপনার ভেঙে য়াবে। শুধু মোবাইল ক্যামেরা দিয়ে যে ছবি তুলে গোটা বিশ্বকে তাক লাগানো সব ছবিগুলকে স্বীকৃতি দেওয়া হল। গোটা বিশ্বের ১০ হাজার লোকের মোবাইল ক্যামেরায় তোলা দারুণ সব ছবিকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হল।
ওয়েব ডেস্ক: এই ছবিগুলো দেখলে আপনার মধ্যে থাকা মিথ ভাঙতে বাধ্য। শুধু দামী, ভাল পেশাদার ক্যামেরা থাকলেই কেউ ফোটোগ্রাফার হয় এমন ধারনাটা আপনার ভেঙে য়াবে। শুধু মোবাইল ক্যামেরা দিয়ে যে ছবি তুলে গোটা বিশ্বকে তাক লাগানো সব ছবিগুলকে স্বীকৃতি দেওয়া হল। গোটা বিশ্বের ১০ হাজার লোকের মোবাইল ক্যামেরায় তোলা দারুণ সব ছবিকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হল।
Janos M Schmidt was awarded second prize for his evocative image of sunset at Nyugati railway station in Budapest. A man can be seen watching the timetable at the deserted platform after the departure of the train carrying the Hungarian fans to a football match
'সোনি ওয়ার্ল্ড ফোটোগ্রাফিক অ্যাওয়ার্ড' প্রমাণ করল সেরা ক্যামেরাটা মানুষের পকেটেই থাকে, সেটা শুধু সঠিকভাবে ব্যবহার করতে হয়। এক রেলস্টেশনে দাঁড়িয়ে সূর্যাস্তের ছবি তোলাই হোক কিংবা এক বিচে দুই মানুষের ঘুমিয়ে পড়ার ছবি। মোবাইল ক্যামেরায় ওঠা এসব ছবি দেখিয়ে দিল আমি, আপনিও পারি এমন সব দুনিয়া কাঁপানো ছবি তুলতে। দরকার শুধু ভাল একটা মুহূর্তের।
Turi Calafato, from Italy, came in first place with this picture which was taken as part of a project called 'A day on the beach'
Antony Crossfield, from the UK, won first place in the enhanced category for this unusual photograph of a man hovering above water