Horoscope Today: মীনের ব্যবসায় সমস্যা, বৃষর অতিরিক্ত পরিশ্রম; পড়ুন আজকের রাশিফল

Daily Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces Rashifal - কেমন কাটবে আজকের দিন?

Updated By: Nov 26, 2022, 08:01 AM IST
Horoscope Today: মীনের ব্যবসায় সমস্যা, বৃষর অতিরিক্ত পরিশ্রম; পড়ুন আজকের রাশিফল
রাশিফল

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

আজ যেকোনও স্থগিত প্রকল্প আপনার সহকর্মীদের সাহায্যে শুরু হবে। বাড়িতে নিজের পিতামাতার সঙ্গে সময় কাটান। সঙ্গীত আপনার মন শান্ত করতে সাহায্য করবে। আপনি একটি নতুন সৃজনশীল শখ খুঁজে নিতে পারেন।

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

অতিরিক্ত পরিশ্রম আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলবে। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার স্ত্রীর সঙ্গে কিছু সমস্যা হতে পারে। বিনিয়োগ থেকে লাভ আজ বাড়িতে মেজাজ হালকা করবে। আজ আপনার স্বাস্থ্যকে নিয়ন্ত্রণে রাখা এবং কোনও ভ্রমণ এড়ানো গুরুত্বপূর্ণ।

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

আপনার মাটির মানুষ ইমেজ ধরে রাখুন। লোকে আপনায় নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না। হালকা ভাবে নিন। কাজের জন্য ঘুরতে যাওয়ার পরিকল্পনা পণ্ড হতেও পারে। শরীরে ব্যথা বাড়তে পারে।

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

বাড়তি কোনও খরচের জন্য ধার নিতে হতে পারে। পরিবারের কারোর সঙ্গেই ব্যক্তিত্বের সংঘাত হতে পারে। তবে ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না। তাতে ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে।

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি। সঞ্চয়ের পরিমাণ কম হলেও আয়-ব্যয়ের সমতা বজায় থাকবে বলে মনে হয়। আয়ের পরিমাণ কম হলেও ঋণগ্রস্ত হয়ে পড়তে হবে না।

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

আপনার হাতে অনেক দায়িত্ব থাকায় আপনি আজ সব কাজে তাড়াহুড়ো করবেন। নিরাপদে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থ সংক্রান্ত কোনও সমস্যার আজ সমাধান হবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। বিশেষ করে সর্দি অথবা কাশি। নিজের যত্ন নিন।

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

অন্যায় বহুদিন ধরে সহ্য করে চলেছেন, এবার প্রতিবাদ করার সময় এসেছে। অভিযোগ জানানোর মতো পরিস্থিতি এলে তা জানান। । শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। পায়ের কোনও সমস্যা বাড়তে পারে।

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি। সঞ্চয়ের পরিমাণ কম হলেও আয়-ব্যয়ের সমতা বজায় থাকবে বলে মনে হয়।

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

কেউ আপনার থেকে আর্থিক সুবিধে নিতে পারবে না। এই বছর জীবিকার ব্যাপারে খুব একটা চিন্তা থাকবে না। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। চাকরির দিকে উন্নতির যোগ আসতে পারে। তবে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে।

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

সব কাজেই সাফল্য আসবে। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে। সম্পত্তির ব্যাপারে কোনও অশান্তি থেকে সাবধান।

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

সার্বিক বিচারে সময়টা ভালমন্দে মিশিয়ে কাটলেও  আর্থিক ব্যাপারে অতিশয় শুভ সন্দেহ নেই। নতুন বছরে মোটা উপার্জন হবে। দীর্ঘকাল ধরে যে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, আচমকা একটা সমাধান পেতে পারেন আজ।

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

আজ ব্যবসায় কিছুটা সমস্যা হতে পারে। বাচ্চাদের মধ্যে ঝগড়ার মতো ঘরোয়া সমস্যাগুলিতে আপনার বেশিরভাগ সময় ব্যয় হবে। সমস্যা সমাধানে সময় কম পেতে পারেন। অর্থ আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.