সরোজিনী নাইডুর ১৩৫তম জন্মদিনে গুগলের ডুডলিং শ্রদ্ধার্ঘ
স্বাধীনতা সংগ্রামী, কবি ও রাজনীতিবিদ সরোজিনী নাইডুর ১৩৫তম জন্মদিনে নিজেদের ভারতীয় সংস্করণের হোমপেজে তাঁর প্রতি ডুডলিং শ্রদ্ধার্ঘ জানাল সার্চ ইঞ্জিন গুগল।
স্বাধীনতা সংগ্রামী, কবি ও রাজনীতিবিদ সরোজিনী নাইডুর ১৩৫তম জন্মদিনে নিজেদের ভারতীয় সংস্করণের হোমপেজে তাঁর প্রতি ডুডলিং শ্রদ্ধার্ঘ জানাল সার্চ ইঞ্জিন গুগল।
ভারতের নাইটিংগেল সরোজিনী নাইডু ১৮৭৯ সালের ১৩ ফেব্রুয়ারি ব্রিটিশ শাসিত ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণ করেন।
এই সমাজকর্মী স্বাধীনতাত্তর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন। উত্তর প্রদেশের প্রথম মহিলা রাজ্যপালও ছিলেন তিনি।
ব্রিটিশ বিরোধী আইন অমান্য ও ভারত ছাড় আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন তিনি।
আজকের ডুডলে গুগল তাদের অফিসিয়াল লোগোর দ্বিতীয় `O`- এর জায়গায় সরোজিনী নাইডুর একটি সুন্দর পোর্টেট রয়েছে। `L` -এর জায়গায় রয়েছে একটি পেনের ছবি, যা প্রকৃত পক্ষে সরোজিনী নাইডুর লেখক পরিচিতি বহন করছে।
ভারতের জাতীয় পতাকায় ব্যবহৃত রঙ গুলি দিয়েই তৈরি হয়েছে আজকের গুগল ডুডল।
১৯৪৯ সালে ২ মার্চ হার্ট অ্যাটাকে লখনইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।